মেট্রো কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, ১০.৯ কিমি দীর্ঘ সুড়ঙ্গের ৯.৮ কিমি সুড়ঙ্গ খোঁড়ার কাজ সম্পূর্ণ হয়েছে।
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) কেন্দ্রকে বউবাজার অঞ্চলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) বাকি কাজের ব্যাপারে বিশেষজ্ঞের রিপোর্ট পেশের নির্দেশ দিল। গত বছরের আগস্টে ওই অঞ্চলে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার সময় কয়েকটি বাড়ি ভেঙে পড়ে যায়। মঙ্গলবার রাজ্য সরকার জানিয়ে দেয় এবিষয়ে তাদের বিপর্যয় মোকাবিলা দফতরের বিশেষ দক্ষতা নেই। তারপরই প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে বিশেষজ্ঞদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্ট রিপোর্ট জমা দেওয়ার জন্য কেন্দ্রকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। টানেল বোরিং মেশিনের সাহায্যে সুড়ঙ্গ খোঁড়ার কাজ পুনরায় শুরু করার সম্ভাব্যতার বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রর কাছে। ৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে বলে ওই অঞ্চলে কাজ শুরু করার সম্ভাবনা প্রসঙ্গে তাদের বিশেষজ্ঞদের মতামত জানিয়ে একটি রিপোর্ট পেশ করেছে।
বউবাজার অঞ্চলে সুড়ঙ্গ খোঁড়ার কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে পেশ করা আর্জির পরিপ্রেক্ষিতে শুনানি চলছে হাইকোর্টে।
ওই অঞ্চলে মাটির তলায় সুড়ঙ্গ খোঁড়ার জন্য দু'টি টানেল বোরিং মেশিন নিয়ে আসা হয়েছিল। যার একটির কারণেই গত ৩১ আগস্ট দুর্ঘটনা ঘটে বউবাজারে। বহু বাড়ি ভেঙে পড়ে। কয়েকটিতে ফাটল ধরে। অনেক মানুষ ঘরছাড়া হন।
প্রসঙ্গত, মেট্রো কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, ১০.৯ কিমি দীর্ঘ সুড়ঙ্গের ৯.৮ কিমি সুড়ঙ্গ খোঁড়ার কাজ সম্পূর্ণ হয়েছে।
হাওড়া ময়দান থেকে সল্ট লেকের সেক্টর ৫ পর্যন্ত প্রস্তাবিত ইস্ট-ওয়েস্ট মেট্রো কলকাতা ও হাওড়া এই দুই শহরকে যুক্ত করবে। এই রেলপথের অনেকটা অংশই গিয়েছে কলকাতার কয়েকটি প্রাচীন এলাকা দিয়ে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)