This Article is From Apr 08, 2020

করোনা প্রতিরোধে রাজ্যের ভূমিকা জানতে চেয়ে হাইকোর্টের রিপোর্ট তলব

করোনা সংক্রমণ প্রতিরোধে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য। বুধবার এমনটা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

করোনা প্রতিরোধে রাজ্যের ভূমিকা জানতে চেয়ে হাইকোর্টের রিপোর্ট তলব

করোনা সংক্রমণ প্রতিরোধে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য। বুধবার এমনটা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।(ফাইল ফটো)

কলকাতা:

করোনা প্রতিরোধে (Corona) রাজ্যের ভূমিকা কী, বুধবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মর্মে আগামী ১৬ এপ্রিলের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে আদালতের ডিভিশন বেঞ্চ। এদিন হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে শুনানি হয়েছে। রাজ্য কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়ে জনস্বার্থ মামলা করেন সিপিআইএম নেতা ফুয়াদ হালিম। সেই মামলার (PIL) আইনজীবী বিকাশ ভট্টাচার্য ভিডিও-বৈঠকে শুনানি চলাকালীন বলেন,
"রাজ্যের স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সংক্রমণ-প্রতিরোধী পোশাক নেই। নমুনা পরীক্ষায় মানা হচ্ছে না আইসিএমআর গাইডলাইন। কতজন সংক্রমিত আর কত নমুনা পরীক্ষা হয়েছে, তার রিপোর্ট প্রকাশ্যে আনা হচ্ছে না।" এরপরেই রাজ্যকে ১৬ এপ্রিলের মধ্যে মেল করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রিপোর্ট খতিয়ে পরে শুনানির দিন ঘোষণা হবে বলে আদালত সূত্রে খবর। 

সরকারি, বেসরকারি সব ল্যাবেই বিনামূল্যে হোক করোনা পরীক্ষা: শীর্ষ আদালত

এদিকে, এদিন হাইকোর্ট সরকারকে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। আদালতের দাবি, "সংক্রমিত ও সন্দেহভাজনদের সংস্পর্শে বেশি করে আসছেন স্বাস্থ্যকর্মীরাই। তাই তাঁদের সংক্রমণ-প্রতিরোধে ব্যবস্থা নিক রাজ্য।" এদিকে, রাজ্যের কারাবন্দি সংশোধনমূলক পরিষেবা বিভাগের তরফে নতুন করে ৮৫০ জন বন্দির তালিকা প্রকাশ করল যাদের হয় জামিন কিংবা প্যারোলে মুক্ত করা হবে। কোভিড-১৯-এর প্রকোপে জেলে ভিড় কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হল। এক সপ্তাহ আগেই রাজ্যের বিভিন্ন আদালতে ৩,০০০ জনের তালিকা জমা দেওয়া হয়েছিল এই বিভাগের তরফ থেকে।

এক সিনিয়র কর্মী জানাচ্ছেন, ‘‘প্রাথমিক তালিকা থেকে প্রায় ১,৫০০ জনকে জামিন কিংবা প্যারোলে জেল থেকে ছাড়া হয়েছে। আমরা আরও ৮৫০ জন বন্দির তালিকা তৈরি করেছি। এবং তা আদা‌লতগুলিতে পাঠিয়ে দিয়েছি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য।''

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১, ২৪ ঘন্টায় আক্রান্ত ২ জন

তিনি আরও জানিয়েছেন, নতুন তালিকার প্রায় ৭০০ জন সাজাপ্রাপ্ত বন্দি। বাকিরা বিচারাধীন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.