This Article is From Nov 18, 2018

রাজ্যের স্কুলগুলিতে কাউন্সেলর রাখার নির্দেশ হাইকোর্টের

যৌন হেনস্থা বা শ্লীলতাহানির সঙ্গে মোকাবিলা করতে হবে কীভাবে, তার জন্য রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Advertisement
Education Translated By

রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর রাখতে হবে বাধ্যতামূলকভাবে

কলকাতা:

যৌন হেনস্থা বা শ্লীলতাহানির সঙ্গে মোকাবিলা করতে হবে কীভাবে, তার জন্য রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ শুক্রবার এই রায় দেওয়া হয়। বিচারপতি নাদিরা পাথেরিয়া নির্দেশ দেন, আগামী এক বছরের মধ্যে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর রাখতে হবে বাধ্যতামূলকভাবে। শুধু তাই নয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আদালত নিযুক্ত শিক্ষাবিদরাও থাকবেন, যাঁরা প্রতি মুহূর্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন। 

 

বিচারপতি জানান, আদালতের উপদেষ্টা ফিরোজ এডুলজির বক্তব্যকে রেকর্ড করে রাখা হবে এবং সেই বক্তব্য অনুযায়ী এবং তাঁর পরামর্শ অনুযায়ীই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

Advertisement

 

আগামী ছ'মাসের মধ্যে এই ব্যাপারটি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কী ভাবছে, তার রিপোর্ট পেশ করতে হবে আদালতের কাছে বলেও জানান বিচারপতি।

Advertisement
Advertisement