This Article is From Nov 30, 2018

বাম কাউন্সিলরের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, মেয়র নির্বাচনে অংশ নিতে পারবেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করতে আর কোনও বাধা  রইল না ফিরহাদ হাকিমের।

বাম কাউন্সিলরের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট, মেয়র নির্বাচনে অংশ নিতে পারবেন ফিরহাদ

কলকাতা হাইকোর্ট বাম কাউন্সিলরদের আবেদনের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি।

হাইলাইটস

  • মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনও বাধা রইল না ফিরহাদ হাকিমের
  • এই সোমবার কলকাতা পুরসভায় মেয়র নির্বাচন হবে
  • শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর রাজ্যের তিনিই মেয়র হচ্ছেন
কলকাতা:

কলকাতা পুরসভার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করতে আর কোনও বাধা  রইল না ফিরহাদ হাকিমের। এই সোমবার কলকাতা পুরসভায় মেয়র নির্বাচন হবে। শোভন  চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর রাজ্যের মন্ত্রী ববি হাকিমকেই মেয়র  হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল কাউন্সিলরা। মেয়র হতে চেয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। কিন্তু বাম কাউন্সিলররা মনে করেন কোনও ওয়ার্ড থেকে নির্বাচিত হননি  বলে ফিরহাদ মেয়র হতে  পারেন না। কিন্তু কলকাতা হাইকোর্ট বাম কাউন্সিলরদের আবেদনের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে  বাম বিধায়ক বিলকিস বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে  কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের থেকে  হলফনামা চেয়েছে  আদালত।

Sovan Chatterjee Resigns: মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শোভন, মেয়র পদও ছাড়তে বললেন মমতা

বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছেন দুতরফ থেকে  হলফনামা এসে যাওয়ার এক সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা  দিতে হবে আবেদনকারীকে। এই মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। সদ্য সংশোধিত কলকাতা পুরসভা সংক্রান্ত আইনকেই হাতিয়ার করেছেন বাম কাউন্সিলররা। এই  সংশোধনের ফলে  কাউন্সিলর না হয়েও মেয়র হওয়া যাবে। তবে পরবর্তী ছ'মাসের মধ্যে জিতে আসতে  হবে তাঁকে। আবেদনকারীর হয়ে  মামলা করেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। শুনানিতে তিনি দাবি করেন এই  সংশোধন সংবিধান বিরুদ্ধ। তিনি মনে করেন পুরসভার মেয়র সংক্রান্ত আইন বদলের অধিকার বিধায়কদের নেই। পাল্টা রজ্যের এজি দাবি করেন সংবিধানের কোথাও বলা নেই কাউন্সিলর না হলে  মেয়র হওয়া যাবে না। অন্যদিকে  পুরসভার হয়ে  সওয়াল  করা শক্তিনাথ মুখোপাধ্যায় দাবি করেন  সংবিধানেই বলা আছে  বিধানসভা পুরসভা সংক্রান্ত সিদ্ধান্ত  নিতে পারে। তখন বিচারপতি জানতে  চান  নির্বাচিত কাউন্সিলর নন এমন মেয়র কি কোনও ব্যাপারে  ভোট দিতে পারেন? জাবাবে শক্তিনাথ নির্বাচিত হয়ে গেলে পারেন। এরপরই বাম কাউন্সিলরদের আবেদনে স্থগিতাদেশ দেননি  বিচারপতি।                                  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.