This Article is From Dec 02, 2019

অস্ত্রোপচারে গলদের ফলে কিশোরীর মৃত্যু, হাসপাতালকে জরিমানার নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য কমিশন দু’পক্ষের বক্তব্য শুনে হাসপাতালকে জরিমানা করে। শেষ পর্যন্ত সেই রায় বহাল রাখল হাইকোর্টও।

অস্ত্রোপচারে গলদের ফলে কিশোরীর মৃত্যু, হাসপাতালকে জরিমানার নির্দেশ হাইকোর্টের

রাজ্যের স্বাস্থ্য কমিশনের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

ভুল অস্ত্রোপচারের কারণে ১৪ বছরের এক কিশোরীর মৃত্যুর অভিযোগ জানিয়েছিল তার বাড়ির লোক। শেষ পর্যন্ত সেই মামলায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সংশ্লিষ্ট কলকাতার বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালকে (Kolkata hospital) ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল সোমবার। এর আগে রাজ্যের স্বাস্থ্য কমিশন ওই হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল। সেই রায়কেই বহাল রাখলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আদালত জানিয়েছে, ১৫ দিনের মধ্যে ওই টাকা দিতে হবে হাসপাতালকে। স্বাস্থ্য কমিশনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল হাসপাতালটি। তাদের দাবি ছি‌ল, কমিশন কখনও জরিমানার নির্দেশ দিতে পারে না।

গত ১৮ মার্চ ওই কিশোরীর গলব্লাডারের স্টোনের অস্ত্রোপচার হয় দক্ষিণ-পূর্ব কলকাতার ওই হাসপাতালে। অস্ত্রোপচারের দু'মাস পর ওই কিশোরীর মৃত্যু হয়। তার বাড়ির লোকের অভিযোগ ছিল, অস্ত্রোপচারের গণ্ডগোলেই মৃত্যু হয়েছে কিশোরীর। এরপর তাঁরা স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়।

স্বাস্থ্য কমিশন দু'পক্ষের বক্তব্য শুনে হাসপাতালকে জরিমানা করে। শেষ পর্যন্ত সেই রায় বহাল রাখল হাইকোর্টও।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.