This Article is From Nov 11, 2019

সন্দেশখালির নিখোঁজ বিজেপি সমর্থকের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত

দেবদাস মণ্ডলের পরিবারের দাবি, তিনি বিজেপি সমর্থক ছিলেন। সন্দেশখালির ওই সংঘর্ষের পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি।

সন্দেশখালির নিখোঁজ বিজেপি সমর্থকের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল আদালত

২৫ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) এক সংঘর্ষের পর এক ব্যক্তির নিখোঁজ হওয়া প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সোমবার রাজ্য সরকারকে দু'সপ্তাহ সময় দিল এই বিষয়ে রিপোর্ট পেশ করার জন্য। প্রসঙ্গত, এই সংঘর্ষে তিন জন নিহত হন। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নিরুদ্দেশ দেবদাস মণ্ডলের বাবা-মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। দেবদাস মণ্ডল একজন বিজেপি সমর্থক। গত ৮ জুন সন্দেশখালিতে তৃণমূ‌ল কংগ্রেস ও বিজেপির মধ্যে হওয়া সংঘর্ষের পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। ২৫ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট। ওইদিন পরবর্তী শুনানি।

ডেঙ্গু নিয়ে কী পদক্ষেপ, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

ওই মামলায় অভিযোগ আনা হয়েছে যে গত ৮ জুন নিখোঁজ হওয়ার পর এই পাঁচ মাসে পুলিশ দেবদাস মণ্ডলের কোনও হদিশ দিতে পারেনি।

সন্দেশখালির ওই সংঘর্ষে তিনজন‌ নিহত হন‌। তাঁদের মধ্যে একজন তৃণমূল সমর্থক ও অন্য দু'জন বিজেপি সমর্থক বলে জানা যায়।

Cyclone Bulbul: ত্রাণ বিলির জন্য টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী

দেবদাস মণ্ডলের পরিবারের দাবি, তিনি বিজেপি সমর্থক ছিলেন। সন্দেশখালির ওই সংঘর্ষের পর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি।

সংঘর্ষের পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার আবেদন করা হয়।

কেন্দ্রের ওই আবেদনের উত্তরে রাজ্য সরকার জাবি করে, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি হয়নি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.