This Article is From Nov 11, 2019

ডেঙ্গু নিয়ে কী পদক্ষেপ, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট নির্দেশ দি‌য়েছে, রাজ্য সরকার ও কলকাতা পুরসভাকে ২২ নভেম্বরের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে।

ডেঙ্গু নিয়ে কী পদক্ষেপ, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

এই বছরে এখনও পর্যন্ত ৪৫,০০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু (Dengue)। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ডেঙ্গুর ক্রমবর্ধমান দাপট দেখে কলকাতা হাইকোর্ট ডেঙ্গু দমনে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, সে সম্পর্কে একটি রিপোর্ট (Report On Dengue) জমা দিতে বলল সরকারকে। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশ দি‌য়েছে, রাজ্য সরকার ও কলকাতা পুরসভাকে ২২ নভেম্বরের মধ্যে ওই রিপোর্ট জমা দিতে হবে। এ বিষয়ে একাধিক জনস্বার্থে মামলা দায়ের হওয়ার পর সোমবার আইন‌জীবী বিকাশ ভট্টাচার্য ও রবিশঙ্কর চট্টোপাধ্যায় জানান, ক্রমেই ছড়াচ্ছে ডেঙ্গু। তাঁরা জানান, দুর্গাপুজোর পর থেকেই এই রোগের দাপট প্রভূত পরিমাণে বেড়েছে।

তাঁরা জানান, এই বছরে এখনও পর্যন্ত ৪৫,০০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪০ জন।

তাঁরা হাইকোর্টকে জানান, ২০১৭ সালে রাজ্য সরকার ও কলকাতা পুরসভাকে ডেঙ্গু দমনে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিশেষ করে, বর্ষার মরশুমে এবং বর্ষার শেষে এই রোগের প্রকোপ যখন বাড়ে।

ওই দুই আইনজীবীর দাবি, কর্তৃপক্ষ রোগ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ করেনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.