This Article is From Oct 01, 2018

ভারতী ঘোষের স্বামীকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

তাঁর বিরুদ্ধে অর্থ জালিয়াতি এবং নিষিদ্ধ নোটের বিনিময়ে অবৈধভাবে সোনা কেনার অভিযোগ রয়েছে।

Advertisement
Kolkata Translated By

টানা পঞ্চান্ন দিন ধরে জেল হেফাজতে ছিলেন ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু।

কলকাতা:

সোমবার কলকাতা হাইকোর্ট প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজুকে আগামী ত্রিশে নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়ে দিল। তাঁর বিরুদ্ধে অর্থ জালিয়াতি এবং নিষিদ্ধ নোটের বিনিময়ে অবৈধভাবে সোনা কেনার অভিযোগ রয়েছে। শর্তসাপেক্ষে রাজুকে জামিন দিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি আর কে কাপুরের বেঞ্চ জানান ভারতী ঘোষ সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে তাঁর গ্রেফতারির ওপর আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। দুই বিচারপতির বেঞ্চ জানায়, আগামী ত্রিশে নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের জন্য রাজুকে এক লক্ষ টাকার বন্ড জমা দিতে হবে।

আদালতের নির্দেশ ছাড়া রাজু কলকাতার বাইরে যেতে পারবেন না। তাঁর বর্তমান বাসস্থানের ঠিকানা সম্বন্ধেও অবগত করতে হবে আদালতকে।

এছাড়া, প্রতি সপ্তাহে একবার করে সিআইডি’র তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ারও নির্দেশ জারি করা হয়েছে রাজুর ওপর।

Advertisement

আগামী ছাব্বিশে নভেম্বর এই মামলা নিয়ে শুনানি হবে। রাজুর আইনজীবী দেবাশিস রায় সংবাদমাধ্যমকে জানান, রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে।

প্রসঙ্গত, টানা পঞ্চান্ন দিন ধরে জেল হেফাজতে ছিলেন রাজু।

Advertisement
Advertisement