This Article is From Feb 18, 2019

চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগ, সৌমিত্র খাঁ-এর গ্রেফতারি আপাতত স্থগিত রাখল আদালত

সৌমিত্র খাঁ-এর আগাম জামিনের আবেদন করে তাঁর দুই কৌঁসুলী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং শুভাশিষ দাশগুপ্ত জানান, সাংসদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে। তাঁকে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে হচ্ছে।  

চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগ, সৌমিত্র খাঁ-এর গ্রেফতারি আপাতত স্থগিত রাখল আদালত

সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

কলকাতা:

চাকরি দেওয়ার নাম করে অর্থ নিয়েছেন, এই অভিযোগে একটি মামলা চলছিল সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে। চার সপ্তাহের জন্য এই মামলায় তাঁকে গ্রেফতার করার ওপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এই মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। বিচারপতি জয়মাল্য বাগচির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, যতক্ষণ না পরবর্তী নির্দেশ আসছে, ততক্ষণ বাঁকুড়া জেলায় তাঁর কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সৌমিত্র খাঁ। বরজোড়া থানায় সৌমিত্র খাঁ-এর নামে অভিযোগ করেন তিনজন ব্যক্তি। তাঁরা জানান, ২০১৮ সালে সরকারি চাকরি দেওয়ার নাম করে তাঁদের থেকে অর্থ নিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ।

সৌমিত্র খাঁ-এর আগাম জামিনের আবেদন করে তাঁর দুই কৌঁসুলী সন্দীপন গঙ্গোপাধ্যায় এবং শুভাশিস দাশগুপ্ত জানান, সাংসদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে। তাঁকে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে হচ্ছে।  

.