This Article is From Nov 14, 2018

বিদ্যালয়ে যৌনহেনস্থা ঠেকাতে কী ব্যবস্থা নিয়েছে সরকার, জানতে চাইল হাইকোর্ট

বুধবার কলকাতা হাইকোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে জানতে চাইল, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের যৌনহেনস্থা নিয়ে তাদের নির্দেশিকা ঠিক কী।

Advertisement
অল ইন্ডিয়া

সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলির কাছ থেকে এই রিপোর্ট নেওয়া হবে

কলকাতা:

বুধবার কলকাতা হাইকোর্ট কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে জানতে চাইল, শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের যৌনহেনস্থা নিয়ে তাদের নির্দেশিকা ঠিক কী। পশ্চিমবঙ্গের সমস্ত সেন্ট্রাল বোর্ড এবং রাজ্যের বোর্ডের স্কুলগুলি সম্বন্ধেই হাইকোর্ট এই কথা জানতে চেয়েছে বলে জানা গিয়েছে। হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কেন্দ্রের মতামতটি আদালতের কাছে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্কুলগুলির কাছ থেকে এই রিপোর্ট নেওয়া হবে। 

এছাড়া, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকেও নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে রাজ্য সরকারের কার্যপদ্ধতি নিয়ে যত দ্রুত সম্ভব আদালতকে অবগত করার। রাজ্য সরকারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক- দুই বোর্ডের অধীন স্কুলগুলি থেকেই এই তথ্য সংগ্রহ করে আদালতের কাছে পেশ করা হবে।

Advertisement