কলকাতা: ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলা তাঁর শরীরে ভিতর ক্রমে বেড়ে উঠতে থাকা ভ্রূণটিকে নষ্ট করে ফেলতে চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে জানানো হল, ওই ভ্রূণটিতে ইতিমধ্যেই বেশ কয়েকটি অঙ্গ তৈরি হয়ে গিয়েছে। এছাড়া, ওই মহিলার এর জন্য কোনও প্রাণসংশয়ের পরিস্থিতিও তৈরি হবে না। পিজি হাসপাতালের কয়েকজন চিকিৎসকদের নিয়ে গড়া মেডিক্যাল বোর্ড আদালতে রিপোর্ট জমা দিয়ে জানায়, পূর্ণ সময় গর্ভধারণের পর যদি ওই ভ্রূণটি থেকে বেরোনো শিশুটি জন্মগ্রহণ করে, তাহলে কোনও সমস্যা হওয়ার কথা নয়।
আরও পড়ুনঃ বিতর্কিত নয় এমন জমির কিছুটা রাম জন্মভূমি ন্যাসকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র
বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই মহিলার আবেদন খারিজ করে দিয়ে বলেন, ওই ভ্রূণটি আবেদনকারীর দেহে থাকলে মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তাঁর কোনও সমস্যা হওয়ার কথা নয়। সেই কারণেই তাঁর আবেদনটিকে মানার কোনও প্রশ্নই ওঠে না।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)