কলকাতা: মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, রোজভ্যালির চিটফান্ড মামলায় তদন্তকারী সিবিআই অফিসারদের তদন্তের সঙ্গে যুক্ত এমন নথিপত্র নিয়ে আলিপুর আদালতে উপস্থিত হওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট আদালতের তরফ থেকে, সেই নির্দেশ নাকচ করে দেওয়া হল। আলিপুর আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলাটি কলকাতা হাইকোর্টে নিয়ে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিচারপতি শিবকান্ত প্রসাদ সিবিআই-এর দাখিল করা পিটিশনটি শোনার পর বলেন সিবিআই অফিসারদের চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের নথিপত্র নিয়ে আলিপুর ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হওয়ার কোনও প্রয়োজন নেই। রোজভ্যালির চিটফান্ডে টাকা জমা রেখে ফেরত না পাওয়ায় ওই সংস্থার একটি হোটেলে হানা দেন কয়েকশো আমানতকারী। সেই হানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বালিগঞ্জ থানায়।
দেশ সুরক্ষিত হাতে আছে, এয়ার স্ট্রাইক নিয়ে মন্তব্য মোদীর
আলিপুর আদালত জানিয়েছিল, ১৪ ফেব্রুয়ারির মধ্যে এই মামলা সংক্রান্ত নথিপত্রগুলি নিয়ে আদালতের কাছে হাজিরা দিতে হবে সিবিআই-এর তদন্তকারী অফিসারদের।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)