This Article is From Aug 30, 2019

Calcutta University: প্রকাশিত BA/BSC সেমেস্টারের  ফলাফল

কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ এবং বিএসসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ৩০ আগস্ট ঘোষণা করেছে। বিকেল সাড়ে ৩ টায় ফলাফল প্রকাশ করা হয়েছে।

Calcutta University: প্রকাশিত BA/BSC সেমেস্টারের  ফলাফল

প্রকাশিত BA/BSC সেমেস্টারের ফল

কলকাতা:

শুক্রবার, ৩০ আগস্ট বিএ এবং বিএসসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা করল (BA/BSc Semester II result declared) কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। বিকেল সাড়ে ৩টেয় ফলাফল প্রকাশিত হয়েছে।পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট ওয়েবসাইট, wbresults.nic.in দেখতে পারেন। এই দুই বিভাগের পরীক্ষা জুন এবং জুলাই মাসে নেওয়া হয়েছিল। 

Fit India Movement: স্কুল ও কলেজে প্রধা‌নমন্ত্রীর ভাষণের ‘লাইভ-স্ট্রিম'

এর আগে ১৪ ই অগাস্ট বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্নাতক বিভাগ, যেমন বিএ, বি.কম এবং বিএসসি-র ফলাফল ঘোষণা করেছে।

৫ বছর পর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি বাড়াল সিবিএসই, জেনে নিন বর্ধিত ফি

বিএ এবং বিএসসি দ্বিতীয় সেমিস্টারের ফলাফল জানুন এভাবে:

১. ওয়েবসাইট wbresults.nic.in খুলুন।

২.বিএ / বিএসসি দ্বিতীয় সেমিস্টার ফলাফলের লিঙ্কটিতে ক্লিক করুন।

৩.রোল নম্বর লিখুন এবং ‘জমা দিন' এ ক্লিক করুন।

৪.রেজাল্ট আপনার হাতের মুঠোয়।

.