This Article is From Jul 03, 2018

বি কম পার্ট থ্রি-র ফল প্রকাশ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হল কলকাতা বিশবিদ্যালয়ের  বি কমের সম্মানিকের তৃতীয় বর্ষের ফল।

বি কম পার্ট থ্রি-র ফল প্রকাশ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়

এবার প্রকাশিত তৃতীয় বর্ষের একটি বিভাগের ফল

হাইলাইটস

  • প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি কম তৃতীয় বর্ষের সম্মানিকের ফল।
  • জানুয়ারি মাসে কলা ও বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ফল প্রকাশিত হয় ।
  • জুনের 28 তারিখ বেরিয়েছে দ্বিতীয় বর্ষের ফল।
কলকাতা:

বি কম পার্ট থ্রি-র ফল প্রকাশ করলো কলকাতা বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের  বি কমের সম্মানিকের তৃতীয় বর্ষের ফল। নিজেদের ওয়েবসাইটে  আজ এই ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়।  রোল নম্বর দিয়ে লগইন করে পড়ুয়ারা নিজেদের ফল জানতে পারবেন । তাছাড়া বিশবিদ্যালয়ের পোর্টাল থেকেও প্রাপ্ত নম্বর থেকে শুরু করে বিস্তারিত ফল জানা যাবে।  জানুয়ারি মাসে বিজ্ঞান ও কলা বিভাগের প্রথম বর্ষের ফল প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়। সাম্মানিক ও সাধারণ দুটি পরীক্ষারই ফল একসঙ্গে বেরিয়েছিল। কলা বিভাগে অনেকে ফেল করায় রেজাল্ট নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক  । পরে নিয়ম বদল করে পরিস্থিতি সামাল  দেওয়া হয়। আর মাত্র কয়েকদিন আগে জুন মাসের 28 তারিখ প্রকাশিত হয় কলা ও বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ফল।  সেবারও দুটি কোর্সের  রেজাল্ট একই দিনে প্রকাশ করা হয়।  এবার প্রকাশিত তৃতীয় বর্ষের একটি বিভাগের ফল।    

    

 কীভাবে  দেখবেন রেজাল্ট? জেনে তিন তিনটি ধাপে

প্রথম ধাপ :  wbresults.nic.in - এই ওয়েবসাইটি খুলুন। খুলতে পারেন রেজাল্টের পোর্টালও।

দ্বিতীয় ধাপ:     'B.Com. Part-III (Honours) Examination, 2018'.- এ ক্লিক করুন। 

তৃতীয় ধাপ" নিজের রোল নম্বর দিন।   

আপনার রেজাল্ট হাজির।

 

 

 

 

.