আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 31 ডিসেম্বর।
কলকাতা: মহাত্মা গান্ধী চেয়ারের পদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের কৃতীদের আমন্ত্রণ জানালো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহাত্মা গান্ধীর দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে এই পদটি রাজ্য সরকারের উচ্চশিক্ষা, বিজ্ঞান ও কারিগরি বিভাগ থেকে তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, "জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কৃতী শিক্ষাবিদ, যাঁরা রাষ্ট্রবিজ্ঞান/ইতিহাস/দর্শন এবং সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলি নিয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন, তাঁরা এই পদটির জন্য আবেদন করতে পারবেন"। মহাত্মা গান্ধী সম্বন্ধে পড়ানোর জন্যই এই বিশেষ বিভাগটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট পদটির মেয়াদ এক বছর হলেও সেটিকে আরও দু'বছরের জন্য বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 31 ডিসেম্বর।
গত অক্টোবর মাসে গান্ধী জয়ন্তির দিন এই নতুন পদটির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।