This Article is From Apr 30, 2020

সংগ্রহশালার অনলাইন প্রদর্শন চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়

এতদিন, ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও ডিজিটাল সংগ্রহের ব্যবহার

সংগ্রহশালার অনলাইন প্রদর্শন চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়

জানা গিয়েছে, এতদিন ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও ডিজিটাল সংগ্রহের ব্যবহার (ফাইল)

কলকাতা:

নিজেদের সংগ্রহশালা জনগণের জন্য অনলাইন প্রদর্শনের ব্যবস্থা করল কলকাতা বিশ্ববিদ্যালয় (CU Archieve)। ১৯ শতকের একাধিক নথি, তথ্য ও ছবি সম্বলিত এই আর্কাইভ বৃহস্পতিবার খুলে দিল বিশ্ববিদ্যালয় (Online Version) । বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে ঢুকে যে কেউ এই সংগ্রহশালা ঘুরে দেখতে পারবেন। এদিন পিটিআইকে এই তথ্য দিলেন উপাচার্য (VC) সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এই উদ্যোগের পিছনে দুটি প্রধান কারণ আছে। এদিন জানান উপাচার্য। তিনি বলেন, "প্রথম কারণ আমাদের অধ্যাপক ও পড়ুয়াদের প্রতি দায়বদ্ধতা। ওদের পঠনপাঠন ও গবেষণার কাজ ব্যাহত হচ্ছে। কারণ প্রশাসনিক বিধি-নিষেধের কারণে ওরা শারীরিক ভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে পারছেন না। আর দ্বিতীয় কারণ, প্রাতিষ্ঠানিক ভাবে আমাদের সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। মানুষকে জানার অধিকার দেওয়া উচিত।" 

৮২ বছর বয়সে প্রয়াত ফুটবলার চুনী গোস্বামী

জানা গিয়েছে, এতদিন ক্যাম্পাসেই সীমাবদ্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও ডিজিটাল সংগ্রহের ব্যবহার। "সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের উচিত বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সংগ্রহ আরও বৃহত্তর মাধ্যমের অংশ করা। জ্ঞানের পরিধি সীমান্তের ঊর্ধ্বে পৌঁছে দিতে েই উদ্যোগ।" এদিন বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.