রায় শুনে খুশি নয় জনসন অ্যান্ড জনসন কোম্পানি
হাইলাইটস
- অভিযোগ জনসনের পাউডার ব্যবহার করে এক মহিলা মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হন
- মহিলাকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার জুরি
- রায়টি স্বাস্থ্য ক্ষেত্রে নতুন করে দিশা দেখাতে পারে বলেই অনেকের মত
এক মহিলা অভিযোগ তুলেছিলেন জনসন অ্যান্ড জনসন (Johnson And Johnson) কোম্পানির ট্যালকম পাউডারভিত্তিক নানা প্রোডাক্ট যার মধ্যে রয়েছে জনসন বেবি পাউডারও, তার থেকে তিনি মেসোথ্যালমিয়ায় আক্রান্ত হয়েছেন। বুধবার ক্যালিফোর্নিয়ার জুরি নির্দেশ দেয়, ওই মহিলাকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে। অকল্যান্ডের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়ার কোর্টের এই নির্দেশ সত্যিই যুগান্তকারী। দেশ জুড়ে ১৩০০০-এরও বেশি ট্যাল্ক সংক্রান্ত কেস ফাইল হয়েছিল, এই রায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে নতুন করে দিশা দেখাতে পারে বলেই অনেকের মত।
রাজ্যের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকেই 'স্পর্শকাতর' ঘোষণা করা হোক, বলল কংগ্রেস
জনসন অ্যান্ড জনসন অবশ্য জানিয়েছে, এই রায়ে তারা খুশি নন। এবং তারা শুনানি চলাকালীন ‘প্রামান্য তথ্যের ক্ষেত্রে গভীর গরমিল' নিয়ে আবেদন জানাবেন।
নিউ জার্সির দ্য নিউ বার্নসউইক শহরের এই কোম্পানি অবশ্য তাদের প্রোডাক্ট থেকে ক্যানসার হয় এই আশঙ্কাকে অস্বীকার করেছে। তাদের দাবি, বিশ্বজুড়ে অসংখ্য মানুষের উপরে পরীক্ষা করে দেখা হয়েছে এটা সম্পূর্ণ সুরক্ষিত অ্যাসবেস্টস-মুক্ত।
পোস্টকার্ডে লিখে জানান কী বদলাতে চান সমাজে: অভিনব পন্থা দিল্লিতে
জনসনের বিরুদ্ধে দায়ের হওয়া কয়েক ডজন মামলার মধ্যে টেরি লিয়াভিটের মামলাটিই সর্বপ্রথম। ২০১৯ সালে এর শুনানি নির্ধারিত ছিল। জানুয়ারির ৭ তারিখ থেকে ন'সপ্তাহব্যাপী শুনানি শুরু হয়। দু'তরফেই অসংখ্য বিশেষজ্ঞেরা ছিলেন।
জুরি রায় শোনানোর আগে দু'দিন নিজেদের বক্তব্য জানিয়েছে।যা কোর্টরুম ভিউ নেটওয়ার্কের মাধ্যমে অনলাইনে সম্প্রচারিতও হয়েছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)