தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 16, 2020

ঘন জঙ্গলে লুকিয়ে সাপ! খুঁজে বের করুন তো?

ছবিতে একটি সাপ রয়েছে যে সবুজ পাতার আড়ালে মিশিয়ে নিয়েছে নিজেকে। পারবেন তাকে খুঁজে বের করতে?

Advertisement
অফবিট Translated By

সাপ দেখতে পাচ্ছেন?

'স্পট দ্য স্নেক' ('spot the snake' ) এর একটি দুর্দান্ত পুরানো গেম আবার ফিরেছে লকডাউনে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নর্দান রিভার্স ২৪/৭ ( Northern Rivers 24/7) সংস্থার একদল সাপুড়ে, সেখানকার ঘন অরণ্যের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে একটি সাপ রয়েছে যে সবুজ পাতার আড়ালে মিশিয়ে নিয়েছে নিজেকে। পারবেন তাকে খুঁজে বের করতে?

গোরু-মোষের দুধে অ্যালার্জি, মোদির নির্দেশে শিশুকে উটের দুধ পাঠাল রেল

নর্দান রিভার্সের এই বনভূমির ছবি শেয়ার করে চ্যালেঞ্জ ছোঁড়া হয় দর্শকদের, কেউ ঘন জঙ্গলের মধ্যে মিশে থাকা সাপকে খুঁজে বের করতে পরেন কিনা! "আপনি একবার চেষ্টা করে দেখবেন?

ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই সবাই মেতে উঠেছেন ধাঁধাঁর জট ছাড়াতে।

Advertisement

"আমি খুঁজে পাচ্ছি না" মন্তব্য এক নেটিজেনের। আরেকডনের দাবি, তিনি এখনও খুঁজে চলেছেন।

সাপটিকে কয়েকজন খুঁজে বের করতে পেরেছেন ছবিতে। তাঁরা ভয়ে শিউরে উঠে জানিয়েছেন, "বিশাল অ্যানাকোন্ডা উল্টে ঝুলছে! বিশাল আকার তার!"

Advertisement

সাপটির খোঁজ পেলেন? দেখুন এখানে:

সম্প্রতি, এই সংথ্যআ একটি অজগরের ছবি পোস্ট করেছিল। সেটিও ছিল ভয়ঙ্কর।

Advertisement