தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 01, 2019

অঙ্ক কী কঠিন! সহজ সমীকরণের উত্তর কিছুতেই মেলাতে পারবেন না আপনি, কেন জানেন?

উত্তর ১৬ নাকি ১ এখান থেকেই সমস্যার শুরু।

Advertisement
অফবিট Edited by

বলুন দেখি অঙ্ক কষে, উত্তরটা কী?

দেখেই নিশ্চয় ভাবছেন, এ আবার অঙ্ক হল নাকি! দুরছাই করবেন না, এই সামান্য অঙ্কই ঘোল খাইয়ে ছেড়ে দিতে পারে আপনাকে। প্রথমবার স্কুলস্তরের গণিতের মতো মনে হলেও বিশ্বজুড়েই নেটিজেনদের আবার করে অঙ্ক খাতা নিয়ে বসতে বাধ্য করেছে এই ‘সামান্য' সমীকরণ। সোমবার একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন, ৮ ভাজিত ২ (২ + ২) এই সমীকরণ। অনলাইনে শেয়ার হতে না হতেই হাজারে হাজারে মানুষ এই অঙ্ক কষতে বসে পড়েছেন এবং দু'টো সম্ভাব্য উত্তর নিয়ে তুলকালাম চলছে চারধারে। সঠিক উত্তর কী, একমত হচ্ছেন না কেউই।

 Watch Video: রানাঘাটের স্টেশনে অনবদ্য ‘এক প্যায়ার কা নাগমা'! গান গেয়ে ভাইরাল এই মহিলা

আপনি কি এই ‘জটিল' অঙ্কের সমাধান করতে পারবেন? দেখুন এক নজর:

অঙ্ক কষে কী উত্তর পেলেন? আপনার উত্তর ১৬ নাকি ১, কোনটা?

Advertisement

এই, ১৬ নাকি ১ এখান থেকেই সমস্যার শুরু। টুইটারে স্পষ্ট দু'টো ভাগ হয়ে গেছেন মানুষ, একদলের দাবি সোজাসাপটা বোঝা যাচ্ছে উত্তর ১, অন্যদল বলছে মোটেও না, অঙ্কের আসল উত্তর ১৬!

কেন এমনটা হচ্ছে? একজন টুইটার ব্যবহারকারীর মতে, আপনি কোন গণিতবিদের নিয়ম মানবেন সেটার উপরই নির্ভর করে রয়েছে এই অঙ্কের উত্তর:

ভারত এবং পাকিস্তানের এক সমকামী দম্পতির ছবি জিতল ট্যুইটার দুনিয়ার মন

আরও সহজ কথায় বলতে গেলে উত্তরটি নির্ভর করছে আপনাকে স্কুলে BODMAS পদ্ধতিতে নাকি PEMDAS পদ্ধতিতে শেখানো হয়েছিল তার উপর।

Advertisement

যদি আপনাকে BODMAS পদ্ধতি অর্থাৎ বন্ধনী, অর্ডার, বিভাগ, গুণ, যোগ, বিয়োগ (Brackets, Orders, Division, Multiplication, Addition, Subtraction) শেখানো হয় তবে আপনি চূড়ান্ত উত্তর হিসাবে পাবেন ১৬।

অন্যদিকে, আপনি যদি PEMDAS বা প্যারেন্থেসেস, এক্সপোনেন্টস, গুণ, বিভাগ, যোগ, বিয়োগ (Parentheses, Exponents, Multiplication, Division, Addition, Subtraction) পদ্ধতিতে সমাধান করেন তবে উত্তর হবে ১।

কেশবচন্দ্র নাগের কথা কি মনে পড়ছে নাকি এই অঙ্ক কষতে গিয়ে? মনে পড়লে মন্তব্য করে জানাতে ভুলবেন না যেন!

Advertisement