টাটা একযোগে রাজ্যে আরো 19টি স্বাস্থ্য কেন্দ্র তৈরী করবে
গুয়াহাটি:
অসমের মানুষদের জন্য একটা বড় সুখবর। কারণ এবার অসমের গুয়াহাটি মেডিকেল কলেজ ও GMCH হাসপাতাল কলকাতা আর মুম্বাইয়ের বিখ্যাত টাটা সেন্টারের সাথে সংযুক্ত হলো। যার ফলে সেখানকার বিখ্যাত ডাক্তাররা এবার এখানকার রোগীদের সমানভাবে চিকিৎসা করতে পারবে। টাটা ট্রাস্টের প্রধান রতন টাটা এবং অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রস্তাবে এক জায়গায় মিলিত হয়ে ডিজিটাল নার্ভ সেন্টার (DiNC) প্রকল্পের সূচনা করলেন। DiNC এখন থেকে কলকাতা আর মুম্বাইয়ের দুই টাটা সেন্টার হাসপাতালের সাথে যুক্ত থাকবে।
এই প্রকল্প শুরু হওয়ার ফলে অসমের মানুষকে আর কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। বরং এখান থেকেই তাদের সাথে কলকাতা মুম্বাইয়ের ডাক্তাররা পরামর্শ করতে পারবে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক এই ভাবেই গোটা প্রকল্পটি সকলের সামনে তুলে ধরে। তার সাথে তিনি এটাও জানান, সরকার এবং টাটা একযোগে রাজ্যে আরো 19টি স্বাস্থ্য কেন্দ্র তৈরী করবে যেটা সরাসরি DiNC দেখাশোনা করবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার মানুষ রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নিজের শারীরিক অবস্থা ডাক্তাদের সাথে ভাগ করে নিতে পারবে। আর এই গোটা প্রকল্পটি টিসিএস এবং টাটা আমাদের বিনামূল্যে প্রদান করছে। এই ধরণের প্রকল্পের ফলে আগামী দিনে DiNC জাতীয় ক্যান্সার গ্রিডের 143টি ক্যান্সার কেয়ারের সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতা রাখে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)