গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
লন্ডন: লালমোহনবাবু থাকলে বলতেন, লন্ডনে লন্ডভন্ড! আজ লন্ডনের পার্লামেন্টে নিরাপত্তার বেষ্টনী ভেঙে দিয়ে সটান ঢুকে পড়ল একটি গাড়ি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এও জানিয়েছে, কয়েকজন আহত হলেও কারও আঘাত তেমন গুরুতর নয়। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ আছে কি না, তাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
“ওই গাড়ির চালককে ঘটনাস্থলেই আটক করে জেরা করে কর্তব্যরত পুলিশ অফিসাররা। বেশ কয়েকজন পথচারী জখম হয়েছে এই ঘটনায়। কর্তব্যরত পুলিশ অফিসারা রয়েছেন ঘটনাস্থলে। এই বিষয়ে নতুন কিছু জানতে পারলেই আপনাদের জানানো হবে”, টুইটারে লন্ডন পুলিশের অ্যাকাউন্টে এই বিবৃতি দেওয়া হয়।
লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, “আমরা এখনও এই ঘটনার কারণ খতিয়ে দেখার চেষ্টা করছি। অনুসন্ধান চলছে”।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার যে ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে সশস্ত্র পুলিশ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)