This Article is From Dec 05, 2019

"কন্ডোম সঙ্গে রাখুন, সাহায্য করুন ধর্ষণে": মুখ খুলেই ধিক্কৃত চিত্র পরিচালক

সোশ্যালের সমস্ত সাইট যখন হায়দ্রাবাদ কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন মানুষ ঠিক তখনই ড্যানিয়েলের ফেসবুকে ফুটে উঠল মারাত্মক মন্তব্য, "কন্ডোম সঙ্গে রাখুন, সাহায্য করুন ধর্ষণে"।

বিতর্কিত মন্তব্যে নিন্দিত দক্ষিণী পরিচালক

নয়া দিল্লি:

সারা দেশ যখন রাগে ফুটছে তেলেঙ্গানা (Telangana) পশু চিকিৎসকের ধর্ষণ কাণ্ডে সেই সময় ধর্ষকদের হয়ে মুখ খুলে রোষের মুখে পড়লেন স্বঘোষিত চিত্র পরিচালক ড্যানিয়েল শ্রবণ (Daniel Shravan)। সোশ্যালের সমস্ত সাইটে, পথে নেমে যখন হায়দ্রাবাদ কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত মানুষ ঠিক তখনই ড্যানিয়েলের ফেসবুকে ফুটে উঠল এমন মারাত্মক মন্তব্য, "কন্ডোম সঙ্গে রাখুন, সাহায্য করুন ধর্ষণে"। দেখতে দেখতে জনরোষ, আছড়ে পড়ে তাঁর কমেন্ট বক্সে। নিন্দায়-ধিক্কারে তোলপাড়া হয়ে ওঠে নোটপাড়া। বাধ্য হয়ে নিজের প্রোফাইল মুছে দিতে বাধ্য হন তিনি। বেশির ভাগেরই দাবি, খুব তাড়াতাড়ি প্রচার পেতেই সম্ভবত এই রাস্তা ধরেছিলেন তিনি। প্রচার পেয়েওছেন। তবে সঠিক রাস্তায় হাঁটেননি।

Nirbhaya Convict's Mercy Plea: দিল্লি সরকারের আবেদন বিচার খতিয়ে দেখবেন রাষ্ট্রপতি

প্রসঙ্গত, সদ্য মুছে ফেলা প্রোফাইলের টাইটেলে ড্যানিয়েল লিখেছিলেন, ধর্ষণের থেকেও মারাত্মক খুন। গায়ের জোর বা হিংসা না দেখিয়ে কেউ যদি ধর্ষণ করে বা করতে চায় তাহলে তাকে ধর্ষণ করতে দেওয়া উচিত। অথবা সাহায্য করা উচিত। তাঁর যুক্তি, সরকার যদি ধর্ষণের অনুমতি দেয় তাহলে অপরাধী আর ধর্ষণের পর ধর্ষিতাকে খুন করবে না। ড্যানিয়েলের আরও দাবি, খুন অবশ্যই পাপ এবং জঘন্যতম অপরাধ। কিন্তু ধর্ষককে সংশোধনমূলক শাস্তি দেওয়া যেতেই পারে। তবে মেয়েরা যদি সঙ্গে কন্ডোম রাখেন তাহলে এই সমস্যার সমাধান অনেকটাই  হবে। নির্ভয়া আইন দিয়ে ধর্ষণ আটকানো যাবে না। ড্যানিয়েলের এই প্রলাপ এবং তারপর সাধারণ মানুষের ক্ষুব্ধ মন্তব্যের স্ক্রিনশট সোশ্যালে শেয়ার করেন অভিনেতা চিন্ময়ী শ্রীপদা।

এরপরেই শ্রীপদা অত্যন্ত আতঙ্কের সঙ্গে জানিয়েছেন ইতিমধ্যেই ড্যানিয়েলের এই বিকৃত মন্তব্য, ছড়িয়ে পড়েছে সোশ্যালের সব সাইটে। পরোক্ষে মদত যোগাচ্ছে ধর্ষকদের। কিছুটা তেলুগু ভাষায় লেখা এই ট্যুইটের মূল বক্তব্য, খুন করা জঘন্যতম অপরাধ। কিন্তু ধর্ষণ তা নয়। এবং নাবীবাদী সংগঠনের জন্যই নাকি ধর্ষণ কাণ্ড সীমা ছাড়াচ্ছে।

তেলেঙ্গানায় গণধর্ষণ ও খুনের ঘটনার শুনানি হবে ফাস্ট-ট্র্যাক কোর্টে

শুধু শ্রীপদাই নন, ড্যানিয়েলের মন্তব্যের বিরুদ্ধে এরপর মুখ খুলতে থাকেন একের পর এক টুইটারেত্তি। তাঁদের দাবি, হিংসা ছাড়া ধর্ষণ! হয় নাকি? মেয়েরা কি এবার যেচে পুরুষের ভোগ্যা হবেন? নাকি কেউ ধর্ষণ করতে এলে তাঁকে সাদরে আহ্বান জানাবেন! এক পরিচালক কী করে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন?

দেখুন প্রতিবাদী ট্যুইটার---

.

প্রসঙ্গত, অঘটনের দিন সন্ধেয় একটি টোল প্লাজার সামনে স্কুটির টায়ার পাংচার হয়েছিল নিগৃহীতার। তখনই সেই টায়ার সারিয়ে দেওয়ার অজুহাতে যুবতীর কাছে এসেছিল মহম্মদ আরিফ, জলু শিভা, জলু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেসাভুলু। ঘড়িতে তখন রাত ৯.১৫। পাঁচ ঘণ্টার মধ্যে গণধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় ওই পশু চিকিৎসককে, জানা গেছে প্রাথমিক তদন্তে। নিজের দূরবস্থার কথা জানিয়ে ৯.২২-এ বোনকে শেষ ফোন করেছিলেন গণধর্ষিতা। তারপরেই তিনি চিরকালের জন্য স্তব্ধ।

(তথ্যসূত্র IANS)

.