This Article is From Dec 26, 2019

"ধর্মে আঘাত", মামলায় ফাঁসলেন রবিনা ট্যান্ডন

ধর্মে আঘাত হেনেছেন অভিনেত্রী Raveena Tandon। একা তিনি নন, কমেডিয়ান ভারতী সিং এবং পরিচালক-কোরিওগ্রাফার Farah Khan-ও।

বড়দিনে শো করতে গেছিলেন রবিনা

অমৃতসর:

ধর্মে আঘাত হেনেছেন অভিনেত্রী Raveena Tandon। একা তিনি নন, কমেডিয়ান ভারতী সিং এবং পরিচালক-কোরিওগ্রাফার Farah Khan-ও। এই অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হল বৃহস্পতিবার। টিভি শো-এর একটি অনুষ্ঠানে তাঁদের মন্তব্য নাকি বিশেষ ধর্মের মানুষদের আঘাত করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে অমৃতসর পুলিশ। ভারত ধর্ম নিরপেক্ষ দেশ । তাই ধর্মীয় বিষয় নিয়ে স্পর্শকাতরতাও বেশি। ফলে, এই নিয়ে সামান্য মন্তব্য করলেই চর্চা শুরু চারিদিকে। 

"Ring Of Fire": দশকের শেষ সূর্যগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

বুধবার, ২৫ ডিসেম্বরে অমৃতসরের অজনালা ব্লকের খ্রিস্টান সভাপতি সনু জাফরের অভিযোগ, ক্রিসমাস ইভের সময় একটি রিয়েলিটি শো-এ এই তিনজনের মন্তব্য তাঁদের ধর্মে আঘাত করেছে। এরপরেই ভারতীয় দণ্ডবিধির ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলক ধর্মীয় ঘৃণা ছড়ানোর অপরাধে রবিনা-ফারহা-ভারতীর বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি। অমৃতসর পুলিশ প্রধান বিক্রমজিৎ দুগ্গাল জানিয়েছেন, মামলা দায়ের হয়েছে তিনজনের বিরুদ্ধেই। তদন্ত চলছে।

.