নিউ দিল্লি: আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারের মামলায় ভিডিওকনের মুম্বই অফিসে হানা দিল সিবিআই। ছন্দার স্বামী দীপক কোচারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই। একটি ঋণ মঞ্জুর করা সংক্রান্ত ব্যাপারে তাঁর নামে মামলা দায়ের হয়। সেই ঘটনাতেই নথি পত্র সন্ধান করছে সিবিআই। শুধু মুম্বই নয় মহারাষ্ট্রের আরও কয়েকটি জায়গায় তল্লাশি চলছে বলে খবর।
২০১২ সালে ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকার ঋণ দেয় আইসিআইসিআই। সেই ঘটনায় গত অক্টোবর মান্সে পদ ছাড়েন ছন্দা। দাবি ওঠে এই লেনদেনে ছন্দার স্বামী দীপক কোচার এবং পরিবারের লোকেদের আর্থিক সুবিধা হয়েছে। সেই ঘটনাতেই মামলা দায়ের হয়।
ভিডিওকন কর্তা বেনুগোপাল ধুত ছন্দার স্বামীর সংস্থায় বিনিয়োগ করেছেন। প্রথম দিকে ছন্দার পাশেই ছিল ব্যাঙ্ক। নিজেরাই বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেয় তারা । পরে অভিযোগ আরও বাড়ায় শুরু হয় সিবিআই তদন্ত।
.