জম্মু: জম্মু-কাশ্মীর জেলায় অমরনাথ যাত্রার তাঁবুতে সামিল এক মহিলার স্নানের দৃশ্য ভিডিও করার অভিযোগ উঠল স্থানীয় এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। সূত্রের খবর, রিজার্ভ পুলিশের ১৯ নম্বর ব্যাটেলিয়ানের এক পুলিশ এই অশালীন কাজ করেছে। শুক্রবার, যাত্রাশিবিরে স্নান করছিলেন ওই মহিলা। তখনই অভিযুক্ত তারিক আহমেদ নিজের মোবাইলে ভিডিও তুলে নেয়। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ত্রিকুটা নগর থানায়।
খবর, ঘটনা প্রকাশ্য আসতেই গ্রেফতার করা হয় তারিককে। পরে অবশ্য জামিনে মুক্তি পায় সে। তবে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জামিন পেলেও তারিকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি পদক্ষেপ করা হবে। একই সঙ্গে ব্যাটেলিয়ান কর্তৃপক্ষের মুখোমুখিও হতে হবে তাকে।
Video:কড়া প্রহরায় চলছে অমরনাথ যাত্রা