हिंदी में पढ़ें
This Article is From Jul 28, 2019

CAT 2019 Notification: পরীক্ষা ২৪ নভেম্বর, ক্যাট ২০১৯ সম্বন্ধে জানুন সবিস্তারে

কমন অ্যাডমিশন টেস্ট (CAT 2019) -এর নোটিফিকেশন প্রকাশ করল ইন্ডিয়ান ইন্সটিটিউট ম্যানেজমেন্ট কোঝিকোড় (IIM Kozhikode)।

Advertisement
Education

CAT 2019 Exam: পরীক্ষা সম্বন্ধে জানুন সবিস্তারে

নিউ দিল্লি:

কমন অ্যাডমিশন টেস্ট (CAT 2019) -এর নোটিফিকেশন প্রকাশ করল ইন্ডিয়ান ইন্সটিটিউট ম্যানেজমেন্ট কোঝিকোড় (IIM Kozhikode)। নোটিফিকেশনের যাবতীয় তথ্য জানা যাবে  সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট  iimcat.ac.in-তে।  ক্যাট ২০১৯ (CAT 2019 Exam)-এ বসার আবেদন জানানো যাবে ৭ অগাস্ট, সকাল ১০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা। ২৪ নভেম্বর নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা ২৩ অক্টোবর থেকে পরীক্ষার দিন সকাল পর্যন্ত অনলাইনে পাবেন অ্যাডমিট কার্ড। দেশের ১৫৬টি শহরে এই পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশিত হবে আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে।  তবে এই দিন বদলাতেও পারে।

পরীক্ষার জন্য জেনারেল আর ওবিসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের ১৯০০ টাকা জমা দিতে হবে। তপশিলী জাতি, উপজাতিদের জমা দিতে হবে ৯৫০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে এই রেজিস্টেশন ফি জমা দেওয়া যাবে। 

দেখুন CAT 2019-এর নোটিফিকেশন

  .  

Advertisement

জরুরি তারিখ

রেজিস্ট্রেশন কবে: ৭ অগাস্ট, ২০১৯ (সকাল ১০ টায়)

Advertisement

রেজিস্ট্রেশনের শেষ দিন: ১৮ সেপ্টেম্বর, ২০১৯ (বিকেল ৫টা পর্যন্ত)

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন: ২৩ অক্টোবর - ২৪ নভেম্বর, ২০১৯

Advertisement

পরীক্ষা: ২৪ নভেম্বর, ২০১৯

রেজাল্ট:  ২০২০-র জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে 

Advertisement


রাজ্যের ২৩ টি 'স্বনির্ধারিত, অস্বীকৃত' বিশ্ববিদ্যালয় চিহ্নিত করল ইউজিসি

Advertisement