Caught On Camera: হিমবাহের নীচে চাপা পড়তে পড়তে বেঁচে যান কায়াকিং করতে আসা দুই ব্যক্তি
কায়াকিং(kayaking) করতে এসে বরাত জোরে বেঁচে ফিরলেন দুই ব্যক্তি। ইউ টিউবের দুই কায়াকার জোশ বাস্টের আর অ্যান্ড্রু হুপারের ওপর হঠাৎই এসে পড়ে হিমবাহের একটা বিশাল চাঁই (glacier collapse)। সঙ্গে সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে ওঁদের ওপর। ঘটনাস্থল আলাস্কা (Alaska)। এমন মরণ দুর্ঘটনার কবলে তাঁরা পড়েন শনিবার।
শুনেছেন? ডিম দত্তক নিল গে পেঙ্গুইন!
খবর, এই কায়াকিং ট্রিপের ক্যাম্পিং-এর সময় হিমবাহ ধসের একটি নাটকীয় ভিডিও ক্যামেরাবন্দি করছিলেন তাঁরা। ভিডিওতে দেখা গেছে বরফের কয়েকটি বড় চাঁই ভেঙে পড়ছে জলে। তার থেকে তৈরি জলোচ্ছ্বাস এতটাই মারাত্মকভাবে ছাপিয়ে আসে যে তাঁরা কোনোক্রমে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হন।
'নাচ তো দেখি'! বলার আগেই নেচেকুঁদে একসার চিড়িয়াখানার ভাল্লুক
প্রাণে বেঁচে ফেরার পর বাস্টের ধন্যবাদ দেন ঈশ্বরকে। বলেন, ভাগ্যিস হিমবাহের ধস থেকে প্যাডেল দূরে রাখা ছিল। তাই তাঁরা প্রাণে বেঁচে গেছেন। সোমবার হুপার সাবাংদিকদের জানান, শুধু যে তাঁরা প্রাণে বেঁচেছেন তা-ই নয়। এত বড় ধসের মুখোমুখি হয়েও তাঁরা অক্ষত। শরীরের কোথাও আঁচড় লাগেনি। ফেসবুকে এই ভিডিও শেয়ার করে দু-জনেই বলেছেন, এই ঘটনা অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
আপনাারও কি তাই মত?
Click for more
trending news