Read in English
This Article is From Oct 07, 2018

ট্রেন লাইনে আটকে গেল পা, পুলিশ কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল তরুণীর

 অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মুম্বইয়ের তরুণী।  নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাঁকে ফিরিয়ে আনলেন এক  পুলিশ কর্মী

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

ঠিক একই ভাবে কিছু দিন আগে প্রাণে বাঁচেন বছর  সতেরোর আরেক তরুণী।

Highlights

  • নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তরুণীকে ফিরিয়ে আনলেন এক পুলিশ কর্মী
  • প্ল্যাটফর্ম বদলের সময় ট্রেন লাইনে আটকে যায় তাঁর পা
  • এক মুহূর্ত সময় নষ্ট করেননি লাইনের পাশে থাকা পুলিশ কর্মী
মুম্বই :

 অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মুম্বইয়ের তরুণী।  নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাঁকে ফিরিয়ে আনলেন এক  পুলিশ কর্মী। এক প্ল্যাটফর্ম থেকে অন্য  প্ল্যাটফর্মে  যাওয়ার সময় ট্রেন লাইনে আটকে যায় তরুণীর পা।  ঠিক  তখন  সেই  লাইন দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছিল ট্রেন। লাইনে পা আটকে যাওয়ায় বেরিয়ে আসতে পারছিলেন না তরুণী। তাঁর এই অসহায় অবস্থা  দেখে এক মুহূর্ত সময় নষ্ট করেননি লাইনের পাশে থাকা পুলিশ কর্মী।  দৌড়ে ট্রেন লাইনের উপর চলে আসেন তিনি।  লাইন থেকে  সরিয়ে নিয়ে আসেন তরুণীকে। প্রায় সঙ্গে সঙ্গে পাশ দিয়ে চলে যায় ট্রেনটি। সেই ঘটনার সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। পুলিশ কর্মীর তৎপরতায় সে যাত্রায় প্রাণ  বাঁচে তরুণীর। নভি মুম্বইয়ের জুহিনগর এলাকায় গত মাসের 29 তারিখ এই ঘটনাটি ঘটেছে।

ঠিক একই ভাবে কিছু দিন আগে প্রাণে বাঁচেন বছর  সতেরোর আরেক তরুণী। সেটিও মুম্বইয়ের ঘটনা। চলন্ত  ট্রেন থেকে পড়ে যাচ্ছিলেন ওই তরুণী। পাশে দাঁড়িয়ে  থাকা এক ব্যক্তি সেই দৃশ্য দেখতে পেয়ে  তরুণীর জামা  টেনে ধরেন। প্রাণে বাঁচেন তরুণীর। একটি মোবাইল  ভিডিয়োতে  ধরা পড়েছে গোটা ঘটনাটি। এবার আবার  একই রকমের ঘটনার সাক্ষী থাকল দেশের বাণিজ্যিক রাজধানী।                                        

 

Advertisement
Advertisement