This Article is From Jul 01, 2019

চিটফান্ডকাণ্ডে তদন্তে রাজ্যে ২২ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

আধিকারিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের তরফে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, চিটফান্ড কাণ্ডের সঙ্গে যুক্ত সংস্থাগুলি, যাদের নিয়ে তদন্ত করেছিল রাজ্যের বিশেষ তদন্তকারীদল, তাদের বিরুদ্ধেও তদন্ত করতে।

চিটফান্ডকাণ্ডে তদন্তে রাজ্যে ২২ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

রাজ্যের মোট ২২ জায়গায় তল্লাশি চালাল সিবিআই।

নয়াদিল্লি:

চিটফান্ড কেলেঙ্কারির (Chit Fund Scam) তদন্তে রাজ্যের ২২ জায়গায় তল্লাশি চালালো সিবিআই (CBI)। আধিকারিকরা জানিয়েছেন, যে সমস্ত এলাকায় তল্লাশি চালানো হয়েছে, সেগুলি নিউল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর এবং প্রোমোটারদের এলাকা। চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযু্ক্ত সংস্থাগুলির তালিকায় নাম রয়েছে নিউল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৭-এর মে তে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়, বলে জানিয়েছেন আধিকারিকরা। আধিকারিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের তরফে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, চিটফান্ড কাণ্ডের (Chit Fund Scam) সঙ্গে যুক্ত সংস্থাগুলি, যাদের নিয়ে তদন্ত করেছিল রাজ্যের বিশেষ তদন্তকারীদল, তাদের বিরুদ্ধেও তদন্ত করতে। অভিযোগ, প্রায় ২৫০ জন এজেন্ট মোট ১ কোটি টাকা আমানত করেছিলেন সংস্থায়। তাদের মোটা অঙ্কের ফেরৎ-এর প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

 অভিযোগ, ম্যাচিওরিটি অ্যামাউন্ট ফেরৎ দেওয়া হয়নি আমানতকারীদের।

.