গত বছর ২২ অক্টোবর চিদাম্বরমের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। (ফাইল)
নয়া দিল্লি: পি চিদাম্বরমের জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের দায়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreeme Court)। শীর্ষ আদালতের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে রিভিউ পিটিশন (CBI's petition on P Chidambaram) দাখিল করা হয়েছিল। বৃহস্পতিবার সেই পিটিশন খারিজ করে তিন বিচারপতির বেঞ্চ। ২০১৯-এর অক্টো বরে আইএনএক্স মিডিয়া (INX Media case) মামলায় প্রাক্তন এই অর্থমন্ত্রীকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে শীর্ষ আদালতের ৩ বিচারপতি পি ভানুমতি, এএস বোপান্না আর হৃষীকেশ রায়ের বেঞ্চ বলেছে, "খোলা এজলাসে রিভিউ পিটিশনের প্রেক্ষিতে মৌখিক শুনানির আবেদন খারিজ করা হল। আমরা পিটিশন এবং আদালতের পূর্বতন পর্যবেক্ষণের নথি খতিয়ে দেখেছি। তুল্য মূল বিচারে আমাদের সিদ্ধান্তের কোনও হেরফের হবে না। তাই পর্যালোচনার কোনও প্রশ্নই নেই।"
এদিকে, গত অক্টোবরে পি চিদাম্বরমকে জামিন মনুজ্রের সময় সিবিআই আবেদন খারিজ করেছিল আদালত। সেই আবেদনে দাবি করা হয়েছিল, বিদেশে পালিয়ে যেতে পারেন অভিযুক্ত। কিন্তু সেই সন্দেহ অযৌক্তিক। সিবিআইকে এমন মন্তব্য করেছিল শীর্ষ আদালত। এরপরেও ডিসেম্বরে একইভাবে ইডি'র এক মামলায় প্রাক্তন অর্থমন্ত্রীর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।