সিবিআইয়ের পাঠানো নোটিশ খারিজের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন রাজীব কুমার।(ফাইল ছবি)
কলকাতা: সারদাকাণ্ডে নাম থাকা সত্ত্বেও অসমের অর্থমন্ত্রী হিমন্ত শর্মাকে সিবিআই জেরা করেনি বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অভিযোগ করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। বিচারপতি মধুমন্তি মৈত্রের এজলাসে রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় দাবি করেন, রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের ১২১ জন আধিকারিকের মধ্যে একমাত্র আইপিএস অফিসার রাজীব কুমারকেই বেছে নেওয়া হয়েছে। রাজীব কুমারের আইনজীবী আরও দাবি করেন, ২০১৩-এ যখন চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে, সেই সময় সিটের তদন্তে উঠে এসেছিল হিমন্ত বিশ্ব শর্মার নাম, যদিও তাঁকে জেরা করেনি সিবিআই।
আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের অভিযোগ, তাঁর মক্কেল রাজীব কুমারের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য সিটের ১২১ জন আধিকারিকের মধ্যে তাঁকেই বেছে নিয়েছে সিবিআই।
২০১৩-এ সামনে আসে সারদাসহ চিটফান্ড কেলেঙ্কারি। সেই সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। পাশাপাশি সিটের প্রধান হিসেবে দিনের পর দিন তদন্তের কাজ দেখাশোনা করেছেন তিনি।
সারদা কেলেঙ্কারির তদন্তে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মে-তে রাজীব কুমারকে নোটিশ পাঠায় সিবিআই। সেই নোটিশ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত মামলার শুনানি স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)