এয়ারসেলের ৩,৫০০ কোটি টাকার চুক্তি বিধিভঙ্গ করে চিদম্বরম অনুমোদন করেছিলেন বলে অভিযোগ
নিউ দিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে দোষী প্রমাণ করার জন্য তাদের কাছে যথেষ্ট তথ্য এবং অনুমোদন আছে বলে দিল্লি আদালতকে জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থাটি জানাল, তাদের কাছে প্রমাণ আছে, এই মামলায় তাঁদের নামে চার্জশিট দাখিল করার পর পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরম দুজনেই তাঁদের বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করে দেন। ১৮ ডিসেম্বর পর্যন্ত চিদম্বরম এবং তাঁর পুত্রকে গ্রেফতার করা হবে না বলে আগেই জানিয়েছিল সিবিআই। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম এয়ারসেল-ম্যাক্সিস মামলায় প্রধান অভিযুক্ত। ৭৩ বছর বয়সী এই বর্ষীয়ান কংগ্রেস নেতা তাঁর পদের 'অপব্যবহার' করে তাঁর পুত্র কার্তি চিদম্বরমের 'সুবিধা' করে দিয়েছিলেন বলে অভিযোগ।
তদন্তকারীরা জানান, ২০০৬ সালে ৩,৫০০ কোটি টাকার চুক্তি অনুমোদন করে চিদম্বরম বিধিভঙ্গ করেছিলেন।
কার্তি চিদম্বরম যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সংস্থাকে এয়ারসেল ২৬ লক্ষ টাকা দিয়েছিল বলে অভিযোগ।