This Article is From Nov 04, 2019

Rose Valley scam: ডেপুটি কমিশনার ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Rose Valley scam: এযাবৎ এই তদন্তের সঙ্গে যোগ থাকার কারণে বহু তৃণমূল নেতা ও বাংলা চলচ্চিত্র জগতের মানুষদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠায় সিবিআই। (প্রতীকী)

রোজভ্যালি কাণ্ডে (Rose Valley scam) সোমবার সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ করল বন্দর বিভাগের ডেপুটি কমিশনার ওয়াকার রাজা। সূত্রানুসারে একথা জানা গিয়েছে। ওই আইপিএস আধিকারিক যদিও এই মামলায় অভিযুক্ত নন। সূত্র থেকে জানা যাচ্ছে, এদিন সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয় রোজভ্যালি সংস্থার আর্থিক দুর্নীতির সময় সিআইডি আধিকারিক হিসেবে তাঁর ভূমিকা সম্পর্কে জানার জন্য।

ইডি সূত্রে জানা যাচ্ছে, সুদ ও জরিমানা সহ বিনিয়োগকারীদের ১৫,০০০ কোটি টাকার প্রতারণ করেছে রোজভ্যালি সংস্থা।

এছাড়াও ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের অন্যান্য শাখা সংস্থাতেও বিনিয়োগ করেছে।

Advertisement

সিবিআই ২০১৫ সালে সংস্থার চেয়ারম্যান গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে। গৌতম কুণ্ডুর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২,৩০০ কোটি টাকার। এর মধ্যে হোটেল ও রিসর্টও ছিল।

এযাবৎ এই তদন্তের সঙ্গে যোগ থাকার কারণে বহু তৃণমূল নেতা ও বাংলা চলচ্চিত্র জগতের মানুষদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement