This Article is From Feb 06, 2019

রাজীব কুমারকে জেরা করার তারিখ চূড়ান্ত করছে সিবিআই

সংবাদসংস্থা পিটিআইকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক পদস্থ কর্তা জানান, “রাজীব কুমারকে জেরা করার দিনটি চূড়ান্ত করে ফেলেছি আমরা। হয়তো এই সপ্তাহের শেষেই তা হতে পারে”।

রাজীব কুমারকে জেরা করার তারিখ চূড়ান্ত করছে সিবিআই

এই মুহূর্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

কলকাতা:
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে জেরা করার দিন চূড়ান্ত করছে তারা। বুধবার এই কথা জানিয়ে দিল সিবিআই। সংবাদসংস্থা পিটিআইকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক পদস্থ কর্তা জানান, “রাজীব কুমারকে জেরা করার দিনটি চূড়ান্ত করে ফেলেছি আমরা। হয়তো এই সপ্তাহের শেষেই তা হতে পারে”। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজীব কুমার নিজেও এই সপ্তাহের শেষে শিলং-এ সিবিআই-এর জেরায় উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন। মঙ্গলবারই সারদা চিটফান্ড কেলেঙ্কারী নিয়ে সিবিআই-এর করা মামলার ভিত্তিতে শীর্ষ আদালত নোটিস দিয়েছে রাজীব কুমারকে। রবিবার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে সিবিআই কর্তাদের প্রবেশ করা নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হওয়ার পর সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

শিবরাজের হেলিকপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন, বহরমপুরের সভা বাতিল করল বিজেপি

শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, এই মুহূর্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তবে, তাঁকে শিলং-এ সিবিআই কর্তাদের জেরার মুখে পড়তেই হবে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.