This Article is From Sep 27, 2019

প্রধানমন্ত্রীর কাছে নালিশ, “ফেক এনকাউন্টার” করেছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা?

CBI ডিএসপি এনপি মিশ্রের অভিযোগ ওই তদন্ত সংস্থার যুগ্ম অধিকর্তা এ কে ভাটনগর জাল এনকাউন্টারে জড়িত, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে তাঁকে অপসারণের আবেদন

প্রধানমন্ত্রীর কাছে নালিশ, “ফেক এনকাউন্টার” করেছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা?

CBI: "জাল এনকাউন্টার"-এর সঙ্গে জড়িত সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা, উঠল এমনই চাঞ্চল্যকর অভিযোগ

নয়া দিল্লি:

সিবিআইয়ের দুই শীর্ষ আধিকারিক অলোক কুমার বর্মা এবং রাকেশ আস্থানার সংঘাতের সাক্ষী থেকেছে এই দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (CBI) এক উপরতলার আধিকারিকের (AK Bhatnagar) বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআইয়ের এক শীর্ষ কর্তা "১৪ জন নিরপরাধ ব্যক্তির জাল এনকাউন্টার" এর সঙ্গে জড়িত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে চিঠি পাঠিয়ে এমন বিস্ফোরক অভিযোগ করলেন ওই তদন্ত সংস্থারই অন্য এক আধিকারিক (NP Mishra)। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এনপি মিশ্রের অভিযোগ, সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা (প্রশাসন) এ কে ভাটনগর ঝাড়খণ্ডে একটি জাল এনকাউন্টারের ঘটনার সঙ্গে জড়িত। তাই তাঁকে সিবিআইয়ের যুগ্ম শীর্ষকর্তার পদ থেকে সরানো হোক, এই আবেদনও করলেন তিনি।

ক্ষমতা কমলেও সিবিআই অধিকর্তা পদে যোগ দিলেন অলোক বর্মা

"জানানো হচ্ছে যে এ কে ভাটনগর, যিনি বর্তমানে জেডি (অ্যাডমিন), সিবিআই (সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা) হিসাবে কাজ করছেন, তিনি ঝাড়খণ্ডে ১৪ জন নিরীহ ব্যক্তির জাল এনকাউন্টারে জড়িত। আরও জানানো হচ্ছে যে, এই সম্পর্কিত মামলাটি সিবিআই এসসি-আই শাখায় তদন্তাধীন রয়েছে" ২৫ সেপ্টেম্বর  চিঠিতে অভিযোগ করেন এন পি মিশ্র। এই চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) ছাড়াও সিবিআই প্রধান এবং চিফ ভিজিল্যান্স কমিশনারকেও (সিভিসি) পাঠানো হয়েছিল। এন পি মিশ্র সিভিসির কাছে পৃথক পাঁচ পৃষ্ঠার এক অভিযোগও পাঠিয়েছেন বলে জানা গেছে।

এন পি মিশ্রের দাবি, ওই এনকাউন্টারে ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যরা এরই মধ্যে ওই ঘটনার অভিযোগ দায়ের করেছেন। এমনকি ওই আধিকারিক সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ভাটনগরের বিরুদ্ধে "বিভিন্ন দুর্নীতিমূলক আচরণে" জড়িত থাকার অভিযোগের দিকেও ইঙ্গিত করেন এবং দাবি করেন যে এর আগেও বেশ কয়েকজন তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করেছে। যদিও সিবিআইয়ের তরফে এখনও এন পি মিশ্রের এই চিঠি এবং এর বিষয়বস্তু সম্বন্ধে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আবেদন খারিজ করল হাইকোর্ট, ঘুষকাণ্ডের তদন্ত থেকে রেহাই পাচ্ছেন না রাকেশ

তবে এই প্রথমবার নয় যখন এন পি মিশ্র কেন্দ্রীয় তদন্ত সংস্থার কোনও শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুললেন। এর আগে গত বছরই তিনি গত বছর ছত্তিশগড়ে সাংবাদিক উমেশ রাজপুত হত্যা মামলায় সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে "দুর্নীতি ও প্রমাণের কারসাজি" করার অভিযোগ তোলেন, যদিও সিবিআই তাঁর করা সমস্ত অভিযোগই তখন অস্বীকার করে। এর পাশাপাশি এনপি মিশ্র নিজের বদলি সংক্রান্ত নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন যার শুনানি হতে চলেছে আগামী ১ অক্টোবর।

জেনে নিন সেরা খবরগুলি:

.