This Article is From Aug 04, 2018

তদন্তে নেমে চিটফান্ড সংস্থার ন'টি অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য ডিরেক্টরদের নামেও মামলা করা হয়। 

তদন্তে নেমে চিটফান্ড সংস্থার ন'টি অফিসে তল্লাশি সিবিআইয়ের

তল্লাশি চলাকালীন বহু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে

কলকাতা:

এটিএম গ্রুপের চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তে নেমে রাজ্যের ন'টি অফিসে অনুসন্ধান করলেন তদন্তকারী দল। আজ সিবিআইয়ের মুখপাত্র এই কথা জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার, ওই সংস্থার চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টরের অফিস ও বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চলাকালীন বহু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 

2017 সালের জুন মাসে এটিএম গ্রুপ অব কোম্পানিজের বিরুদ্ধে  406 ধারায় ( বিশ্বাসভঙ্গের অভিযোগ),   420 ধারায় ( প্রতারণা),  120 বি ধারায় (অপরাধমূলক চক্রান্ত),   323 ধারায় ( আঘাত করার শাস্তি),   506 ধারায় ( অপরাধমূলক অভিসন্ধি) এবং  34 ধারায় ( অনেকে মিলে একই চক্রান্ত করা) মামলা রুজু করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য ডিরেক্টরদের নামেও মামলা করা হয়। 

এই সংস্থার নামে অভিযোগ,  তারা চার থেকে পাঁচ কোটি টাকা বাজার থেকে তোলে, বেশি সুদ দিয়ে অনেকটা বেশি টাকা ফিরিয়ে দেবে নির্ধারিত সময়ের পর, এমন প্রতিশ্রুতি দিয়ে। বহু মানুষ বিশ্বাস করেছিল তাদের।

"অভিযুক্তরা প্রতিশ্রুতিমতো অর্থ ফেরত দেয়নি। বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছে তারা", বলেন সিবিআই মুখপাত্র।

.