Read in English தமிழில் படிக்க
This Article is From Dec 07, 2018

ভুয়ো এনকাউন্টারে’ শোহরাবউদ্দিন সেখের মৃত্যু মামলার রায় দান ২১ ডিসেম্বর

‘ভুয়ো এনকাউন্টারে’ শোহরাবউদ্দিন সেখের মৃত্যু মামলায় ২১ ডিসেম্বর রায় দান করেব সিবিআইয়ের বিশেষ আদালত।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • ২১ ডিসেম্বর রায় দান করেব মুম্বইয়ে সিবিআইয়ের বিশেষ আদালত
  • মাসে গুজরাটে গান্ধি নগরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় শোহরাবউদ্দিনের
  • ২০১৪ সালে তিনি মামলা থেকে মুক্ত হন বিজেপি সভাপতি

‘ভুয়ো এনকাউন্টারে' শোহরাবউদ্দিন সেখের মৃত্যু মামলায় ২১ ডিসেম্বর  রায় দান  করেব মুম্বইয়ে  সিবিআইয়ের বিশেষ আদালত। ২০০৫ সালে  নভেম্বর মাসে  গুজরাটে গান্ধি নগরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় শোহরাবউদ্দিনের। কয়েকটি ঘটনায় অভিযুক্ত  শোহরাবউদ্দিনকে  জঙ্গি সন্দেহে  এনকাউন্টার করা হয়। ঘটনায় তাঁর স্ত্রীয়ের মৃত্যু হয়। এই ঘটনার  সময় তুলসিরাম প্রজাপতি নামে এক ব্যক্তি  তাঁদের সঙ্গে  ছিলেন।  তাঁর  চোখের সামনেই হয় এনকাউন্টার।  বছর খানেক বাদে  তিনিও প্রাণ হারান। গুজরাট, রাজস্থান এবং অন্ধ্র প্রদেশ – এই তিন রাজ্যে  চলতে  থাকা  ‘তোলাবাজি' চক্রকে  ভাঙতেই  এনকাউন্টার বলে দাবি তদন্তকারীদের।

 

আমাদের ঘাড়ে রেখে বন্দুক চালাবার দিন শেষ, আমেরিকাকে তোপ ইমরানের

Advertisement

 

এই ঘটনায় বিজেপি সভাপতি অমিত  শাহের নাম জড়ায়। তবে  ২০১৪ সালে তিনি মামলা থেকে  মুক্তও  হয়ে  যান। সিবিআই এই রায়কে চ্যালেঞ্জ  করেনি। ট্রায়াল কোর্ট  মামলা  থেকে  গুজরাটের জঙ্গি দমন শাখার প্রধান  ডি জি বাঞ্জার সহ আরও চার জন পুলিশ কর্তাকে  মামলা থেকে  রেহাই  দিয়েছে। তবে ২২ জন  পুলিশ কর্তার নামে এখনও অভিযোগ রয়েছে। তার উপরই হবে রায়দান।

Advertisement
Advertisement