This Article is From Feb 03, 2019

পুলিশ কমিশনারের বাড়িতে আচমকা হানা দিল সিবিআই, তড়িঘড়ি চলে এলেন মুখ্যমন্ত্রীও

শনিবার তাঁকে নিয়ে শুরু হয়েছিল সিবিআই-এর অনুসন্ধান। রবিবার সন্ধেবেলা তা নিয়ে নাটক পৌঁছে গেল চরমে।

সিবিআইকে রাজীব কুমারের বাড়িতে ঢুকতে দিল না পুলিশ।

হাইলাইটস

  • পুলিশ কমিশনারের বাড়িতে আচমকা হানা সিবিআই-এর
  • সিবিআইকে ভিতরে ঢুকতে দিলেন না কর্তব্যরত রক্ষীরা
  • পুলিশের পদস্থ কর্তা এসে সিবিআইকে ওই এলাকা থেকে সরিয়ে দেন
কলকাতা:

শনিবার তাঁকে নিয়ে শুরু হয়েছিল সিবিআই-এর অনুসন্ধান। রবিবার সন্ধেবেলা তা নিয়ে নাটক পৌঁছে গেল চরমে। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোজা তাঁর পার্ক স্ট্রিটের বাড়িতে হানা দিল সিবিআই। কিন্তু, তাঁর বাড়িতে সিবিআই কর্তাদের ভিতরে ঢুকতে দিল না পুলিশ। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্তা। তারপর সিবিআই-এর কর্তাদের প্রথমে পার্ক স্ট্রিট থানা তারপর স্থানীয় শেক্সপিয়র থানায় নিয়ে যাওয়া হয়।

তারপর রাজ্য পুলিশের প্রধান সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পৌঁছে যান রাজীব কুমারের বাসভবনে। এখন সেখানে আলোচনা চলছে।

 

.