This Article is From Feb 07, 2019

মমতাকে সমর্থন না করায় দুই দলকে তোপ চন্দ্রবাবুর নাইডুর

কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনাকে সমর্থন না জানানোয় জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবং টিআরএসের বিরুদ্ধে তোপ দাগলেন টিডিপি নেতা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

মমতাকে সমর্থন না করায় দুই দলকে তোপ চন্দ্রবাবুর নাইডুর
অমরাবতী(অন্ধ্রপ্রদেশ):

কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনাকে সমর্থন না জানানোয় জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবং টিআরএসের বিরুদ্ধে তোপ দাগলেন টিডিপি নেতা তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

রাজ্য বিধানসভায় চন্দ্রবাবু বলেন, “পুরো দেশকে নষ্ট করে দিচ্ছেন নরেন্দ্র মোদী।মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন টার্গেট করছে কেন্দ্র, তখন দুটি দল, ওয়াইএসআরপি এবং টিআরসে কেন্দ্রের বিরোধিতা করছে না।এই থেকে এটাই পরিস্কার হয়, এই দুটি দল বিজেপির সঙ্গে আঁতাত করে চলছে।তিন মোদী(নরেন্দ্র মোদী, মেজো মোদী কেসিআর, এবং ছোটো মোদী জগনমোহন) রাজ্যের বিরোধী”।

রাজীবের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিশ আসেনি বলে জানালেন মমতা

সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই দলের হানার প্রতিবাদে ধরনা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজীব কুমারের বাড়ির সামনে থেকে আটক করা হয় সিবিআইয়ের প্রতিনিধি দলকে।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে ৩ ফেব্রুয়ারি রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ ফেব্রুয়ারি ধরনা প্রত্যাহার করেন তিনি।

বিরোধীদের প্রধান মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন চন্দ্রবাবু নাইডু

২০২২ সালের মধ্যে অন্ধ্রপ্রদেশ প্রথম তিনটি রাজ্যের মধ্যে একটি হয়ে উঠবে বলেও দাবি করেন চন্দ্রবাবু নাইডু, ২০১৯ সালের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য এবং ২০১৫০ এর মধ্যে আন্তজার্তিক মাবের রাজ্য হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজ্যের যুবকদের সম্পর্কে সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই যুবকদের ১০০০ টাকা করে বেকারভাতা দিয়েছি। ১ মার্চ থেকে এই ভাতা বাড়িয়ে আমরা ২,০০০ টাকা করে দেব”।

.