কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চায় সিবিআই।
হাইলাইটস
- সিবিআইয়ের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ নিয়ে কটাক্ষ করলেন নীতিশ
- 'রাজীব কুমারের মতো ‘রেকর্ড’ আছে এমন কাউকে পুলিশ প্রধান করতাম না'
- তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন যা হচ্ছে তা মাস খানেক চলবে
পটনা: সিবিআইয়ের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ নিয়ে কটাক্ষ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এনডিএর এই শরিক নেতার মন্তব্য, রাজীব কুমারের মতো ‘রেকর্ড' আছে এমন কাউকে তিনি পুলিশ প্রধান পদে বসাতেনই না। তাঁর আরও মনে হয় নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা না করা পর্যন্ত সিবিআইয়ের সঙ্গে রাজ্য প্রশাসনের এই সংঘাত বজায় থাকবে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন যা হচ্ছে তা মাসখানেক চলবে। আর কী হচ্ছে তা ওরাই ভাল বলতে পারবে। অন্য কারও ব্যাপারে কথা বলা আমার স্বভাববিরুদ্ধ। কিন্তু এটা মাস খানেকের ব্যাপার।'
কলকাতা পুলিশ-সিবিআই সংঘাত: স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল
ধর্মতলার ধর্নামঞ্চে মমতা।
সারদা চিটফান্ডকাণ্ডে তদন্তের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, সারদা কাণ্ডের তদন্ত করতে গিয়ে তথ্য প্রমাণ নষ্ট করেছেন রাজীব। এ নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কিন্তু তিনি একাধিকবার হাজিরা এড়িয়েছেন। শুধু তাই নয় এভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে তাঁর পদমর্যাদার হানি হয়েছে বলেও দাবি করেন রাজীব। এরই মধ্যে রবিবার আচমকাই তাঁর বাড়িতে যায় সিবিআই। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনইতিক মহলে চর্চা শুরু হয়। এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়েই কটাক্ষ করেন জেডিইউ প্রধান। তবে তিনি বলেন পশ্চিমবঙ্গে সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন জারির কোনও সম্ভবনা নেই। আগে কংগ্রেস এ ধরনের কাজ করত কিন্তু এখন সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ আছে।