This Article is From Feb 04, 2019

মমতা সিবিআই সংঘাত: লাল ডায়েরি, পেনড্রাইভের প্রসঙ্গ তুলল বিজেপি

সিবিআইয়ের দাবি, গত দুবছর ধরে লাগাতার হাজিরা এড়িয়েছেন রাজীব কুমার।খোয়া যাওয়া নথি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী

হাইলাইটস

  • “মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন”: প্রকাশ জাভরেকড়
  • সিবিআইয়ের দাবি, গত ২ বছর ধরে লাগাতার হাজিরা এড়িয়েছেন রাজীব কুমার
  • একজন পুলিশ কর্তার জন্য কেন মুখ্যমন্ত্রীর বিক্ষোভ, প্রশ্ন স্মৃতি ইরানির
নিউ দিল্লি:

রবিবার রাতেই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও সিবিআই সংঘাত নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। তাদের প্রশ্ন, কীসের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই।সেই সময় তাঁদের বাধা দিয়ে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

কেন্দ্রের সঙ্গে সংঘাত চরমে, দ্বিতীয় দিনে পড়ল মমতার 'সত্যাগ্রহ'

কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকড় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে বাঁচাতে চাইছেন?তদন্ত থেকে তিনি পালাতে চাইছেন কেন”?

রাজীব কুমারকে “বিশ্বের শ্রেষ্ঠ আধিকারিক” বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সততা, সাহসিকতা “প্রশ্নাতীত” বলে আখ্যা দিয়েছেন তিনি। ফলে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

ফের “ধরনা”দিদি হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সারদা ও রোজভ্যালি চিটফান্ডের তদন্তের জন্য গঠিত সিটের প্রধান ছিলেন রাজীব কুমার।বেশ কিছু খোয়া যাওয়া নথি সম্পর্কে তথ্য জানতে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।যদিও গত ২ বছর ধরে রাজীব কুমার লাগাতার হাজিরা এড়িয়েছেন বলে দাবি সিবিআইয়ের।

রাজ্যপালের থেকে রিপোর্ট চেয়েছেন বলে লোকসভায় জানালেন রাজনাথ, কেশরির সঙ্গে দেখা করলেন এডিজি

প্রকাশ জাভরেকড় বলেন, “ সাক্ষীরা বলেছে একটি লাল ডায়েরি রয়েছে।একটি ডায়েরি এবং একটি পেনড্রাইভ রয়েছে”।

একজন বিজেপি নেতার কথায়, শুধুমাত্র তাঁরাই নন, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের দাবি চেয়েছে কংগ্রেসও।

.