Read in English
This Article is From Feb 04, 2019

পশ্চিমবঙ্গকে ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের

রবিবার, জনসভায় যোগ দিতে গেলে যোগ আদিত্যনাথের চপার নামার অনুমতি দেয় নি রাজ্য সরকার।দুটি জনসভায় যোগ দিতে বাধা দেওয়া হয় তাঁকে।

Advertisement
অল ইন্ডিয়া

পবন খেরা বলেন, পশ্চিমবঙ্গকে “অসফলভাবে” পরীক্ষাগার তৈরি করতে চাইছে বিজেপি

নিউ দিল্লি :

রবিবার জনসভায় গেলে যোগী আদিত্যনাথের চপার নামার অনুমতি দেয় নি রাজ্য সরকার, বিজেপি পশ্চিমবঙ্গকে পরীক্ষানিরীক্ষার জন্য “অসফলভাবে” ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করল কংগ্রেস।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, “তিনি(উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী)গিয়েছিলেন, কী হয়েছে,তিনি রাজস্থানেও গিয়েছেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও গিয়েছেন, তিনি কী করেছেন?মানুষের জাতপাত উস্কে দিয়েছেন এবং ফল কী হয়েছে, আপনারা জানেন”।

তিনি আরও বলেন, “মানুষ যাকে চায়, সেই দলকে ভোট দেয়।পশ্চিমবঙ্গকে তারা(বিজেপি) ল্যাবরেটরি তৈরি করতে চায়, কিন্তু তারা সফল হচ্ছে না”।

যতক্ষণ না দেশ সুরক্ষিত হচ্ছে ততক্ষণ এই সত্যাগ্রহ চলবেঃ মমতা

Advertisement

রবিবার চরমে পৌঁছায় বিজেপি-তৃণমূলের সংঘাত।সেদিনই যোগী আদিত্যনাথের চপার নামার অনুমতি দেয় নি রাজ্য সরকার।দুটি জনসভায় যোগ দিতেও বাধা দেওয়া হয়।

ফোনেই বক্তব্য রেখেছেন যোগী আদিত্যনাথ।মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি পাশাপাশি রাজ্য সরকারকে “জনবিরোধী” বলেও মন্তব্য করেন যোগী।

Advertisement

সিবিআই বনাম কলকাতা পুলিশঃ সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্র

আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে তদন্ত সম্পর্কে কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বিজেপি সরকারের আমলে তদন্তকারী সংস্থাগুলির ওপর আস্থা হারিয়েছেন সাধারণ মানুষ।

Advertisement

তিনি আরও বলেন, “তাঁরা বলেছিলেন, বদল আনবেন, কিন্তু এখন তারা বদলা নিচ্ছে।মানুষ তাদের উদ্দেশ্য সমর্থন করে না।তারা মানুষকে গ্রেফতার করে এবং রাজনৈতিক বিরোধীদের নাম বলার জন্য চাপ দেয়।সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কে বিশ্বাস করবে”।

Advertisement