This Article is From Feb 05, 2019

রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার অভিযোগ, বিভাগীয় তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

চাকরিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে “ডিসিপ্লিনারি প্রোসিডিংস” শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আইপিসদের নিয়ন্ত্রক অথরিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের মুখ্যসচিবকে তারা জানাল, আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।

রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার অভিযোগ, বিভাগীয় তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
নিউ দিল্লি:

চাকরিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে “ডিসিপ্লিনারি প্রোসিডিংস” শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আইপিসদের নিয়ন্ত্রক অথরিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের মুখ্যসচিবকে তারা জানাল, আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।

রবিবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। তবে তার বাইরে মোতায়েন থাকা পুলিশকর্মীরা সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যায়।যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।কিছুক্ষণের মধ্যেই রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসে পড়েন তিনি। রাতেই সাধারণ পোষাকেই সেখানে পৌঁছে যান পুলিশ কমিশনার রাজীব কুমার।

পদত্যাগ করা উচিত মমতার, বললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়

সংবিধান বাঁচাও ব্যানারে ধরনামঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দেশ ও সংবিধান ধ্বংস করে দিচ্ছে মোদী-সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এগিয়ে আসে বিজেপি বিরোধী দলগুলি। এই মঞ্চ থেকেই তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে দেশে জনগণের সরকার তৈরি হবে। সোমবার রাত ধরনামঞ্চে আসেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব, ডিএমকে নেত্রী কানিমোঝি। মঙ্গলবার ধরনামঞ্চে আসেন চিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। সোমবার এবং মঙ্গলবার, দুদিনই কলকাতার ঘটনায় সংসদে ঝড় ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র নিন্দা করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পুরো ঘটনাকে “সাংবিধানিক ভাঙন” বলেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজ্যপালের রিপোর্ট পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রকে।

আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে,জানাল সুপ্রিম কোর্ট, তদন্তে সাহয্যের নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা এবং সিবিআইকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্ট মামলা দায়ের হয়। মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দেয়, এখনই রাজীব কুমারকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।তবে তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আইপিএস, আইএএস সহ সিভিল সার্ভিসদের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে জানানো হয়, তাদের কাছে যাওয়া রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সঙ্গে ধরনামঞ্চে থেকে সার্ভিস রুল ভেঙেছেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে “ডিসিপ্লিনারি প্রোসিডিংস” শুরু করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.