তিন জায়গা থেকে দশজন আধিকারিককে কলকাতায় নিয়ে আসছে সিবিআই।
হাইলাইটস
- কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে সিবিআই
- রবিবার তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও শিলঙে ডেকে পাঠান
- দীর্ঘ দিন জেলে থাকার পর কিছু দিন আগে তাঁকে জামিন দেয় আদালত
কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাশাপাশি রবিবার তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকেও শিলঙে ডেকে পাঠানো হয়েছে। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হন কুণাল। মামলার তদন্ত ভার হাতে নিয়ে তাঁকে গ্রেফতার দেখিয়ে নিজেদের হাতে নেয় সিবিআই। এরই মাঝে দল থেকে সাসপেন্ড হন কুণাল। দীর্ঘ দিন জেলে থাকার পর কিছু দিন আগে তাঁকে জামিন দেয় আদালত। তবে প্রথমে তাঁর জামিনের জন্য কয়েকটি শর্ত রাখা হয়েছিল পরে তা তুলে নেয় আদালত। দীর্ঘ দিন জেলে থাকার সময় গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্য শীর্ষ নেতাদের অভিযুক্ত করেছেন কুণাল। জেল থেকে আদালতে বা হাসপাতালে যাওয়ার পথে সুযোগ পেলেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে ক্ষোভ উগড়ে দিতেন এই প্রাক্তন সাংসদ। শুধু তাই নয় তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারকেও অভিযুক্ত করেন তিনি।
রাজীবের জিজ্ঞাসাবাদের আগে ১০ জন আধিকারিককে কলকাতায় নিয়ে আসছে সিবিআই
এদিকে জিজ্ঞাসাবাদ পর্ব সম্পন্ন করতে দেশের তিন জায়গা থেকে দশজন আধিকারিককে কলকাতায় নিয়ে আসছে সিবিআই। দিল্লি ভোপাল এবং লখনউ-র অফিস থেকে এই অফিসারদের নিয়ে আসা হয়েছে। প্রত্যেককে শুক্রবারের মধ্যে সিবিআইয়ের কলকাতা অফিসে যোগ দিতে বলা হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত তাঁরা এই নতুন দায়িত্বেই থাকবেন। সিবিআই সূত্রে খবর এই দলে আছেন, এস পি জগরূপ এস গুসিনহা, অ্যাডিশনাল এসপি ভি এম মিত্তল, সুরেন্দ্রকুমার মল্লিক, চন্দ্র দীপ, সুরজিৎ দাস থেকে শুরু করে আরও কয়েকজন।
বেনজির সংঘাতের পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজীবকে আপাতত গ্রেফতার করা যাবে না। কিন্তু জিজ্ঞাসাবাদ এড়িয়ে যেতে পারবেন না কমিশনার। সেই মতো ঠিক হয় শিলঙে হবে জিজ্ঞাসাবাদ। আর তা যাতে ভালভাবে মেটে তার জন্যই বাড়তি আধিকারিক নিয়োগ করল সিবিআই।