কলকাতা: সিবিআই হানাকে কেন্দ্র করে সরগরম দেশ তথা রাজ্যের রাজনীতি। পুলিশ কমিশনার রাজীব কুমারকে সমর্থন জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই ধর্না আসলে সত্যাগ্রহ। সোমবার সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে দলীয় হাইকম্যান্ডের বিপরীত সুরে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রবিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমেনের প্রশ্ন, এতদিন যখন বারবার তলব করা হচ্ছিল কলকাতা পুলিশ কমিশনারকে সিবিআই-এর পক্ষ থেকে, তখন তিনি উপস্থিত হননি কেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমেন বলেন, "উনি যদি কোনও ভুল না করে থাকেন, তাহলে সিবিআই'কে বারবার এড়িয়ে যাচ্ছিলেন কেন"?
প্রিয়াঙ্কা গান্ধীকে 'মহিষাসুর' বানিয়ে পোস্টার দিল বিজেপি
গতকাল মমতা ধর্নায় বসার পর টুইট করে রাহুল গান্ধী বলেছিলেন, এই লড়াইতে সমস্ত বিরোধী দলই সঙ্গে রয়েছে মমতার। কেন্দ্রের ফাসিস্ত শক্তিকে পরাস্ত্ করার জন্য আমরা একজোট হয়ে প্রস্তুত। এই নিয়ে কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার প্রদেশ কংগ্রেস হাইকম্যান্ডের বিপরীত সুরে কথা বলল। এর আগে ১৯ জানুয়ারি মমতার ডাকা ব্রিগেডে রাজ্য কংগ্রেসের কেউ উপস্থিত না থাকলেও এসেছিলেন মল্লিকার্জুন খার্গে।