This Article is From Feb 05, 2019

মমতা বিজেপিকে যোগ্য জবাব দিচ্ছেন, মত শিবসেনার

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ‘আচরণের’ প্রতিবাদে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী  মমতা  বন্দ্যোপাধ্যায়।

মমতা বিজেপিকে যোগ্য জবাব দিচ্ছেন, মত শিবসেনার

বিরোধী দলগুলি আগেই মমতার পাশে দাঁড়িয়েছিল।

হাইলাইটস

  • কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ‘আচরণের’ প্রতিবাদে ধর্না দেন মমতা
  • বিরোধী দলগুলি আগেই মমতার পাশে দাঁড়িয়েছিল
  • এবার শরিক শিবসেনার গলাতেও সেই সুর শোনা গেল
মুম্বই:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ‘আচরণের' প্রতিবাদে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত গ্রেফতার করা যাবে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও তরজা  চলছে  জোর কদমে। বিরোধী দলগুলি আগেই মমতার পাশে দাঁড়িয়েছিল। এবার শরিক শিবসেনার গলাতেও সেই  সুর শোনা গেল। দলের মুখপত্র সামনার স্মপাদকীয়তে লেখা  হয়েছে কলকাতায়  ভোটের  কথা ভেবে সবটাই হয়েছে। আর তা গণতন্ত্রের জন্য মারাত্মকও বটে। আরও লেখা  হয়েছে যে  বিজেপি  বুঝতে পেরেছে  উত্তর ভারতে তাদের আসন সংখ্যা ১০০-র নীচে নেমে  যাবে তাই ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের মত রাজ্যকে নিশানা করা  হয়েছে।  সেখান থেকে  ওরা ১০-১৫টি আসনে  জিততে চায়।       

তিনদিনের মাথায় ‘সত্যাগ্রহ' প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী

মুম্বই সফরে গিয়ে  শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী। তাছাড়া শিবসেনা বেশ কিছু দিন ধরে বিজেপির সঙ্গে দূরত্ব রাখছে। এমনকী তারা লোকসভা নির্বাচনে একা লড়ার কথা জানিয়েছে। তবে তারপর দু'পক্ষের মধ্যে সম্পর্ক কিছুটা ভাল হয়েছে। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মনে করেছেন লোকসভা নির্বাচনে তাঁদের সঙ্গেই থাকবে শিবসেনা। এরই মধ্যে বিজেপিকে আক্রমণ করল শিবসেনা। আর এই ঘটনা প্রসঙ্গে  শিবসেনা বলেছে, আমাদের সঙ্গে  মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শগত ফারাক আছে  ঠিকই তবু বলতে হচ্ছে বিজেপিকে  যোগ্য জবাব দিচ্ছেন মমতা। শিবসেনার মতে সিবিআই আগেই ব্যবস্থা নিতে পারত। সেটা না করে এখন করার কোনও কারণ নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর উদ্দেশে শিবসেনার বার্তা,বাংলায় যে  সমস্যা দেখা দিয়েছে  প্রধানমন্ত্রী হিসেবে তার সমাধান খুঁজুন,  বিজেপি নেতা হিসেবে নয়।   

.