তিনি আগেই বলেছিলেন এটা ধর্না নয়, সত্যাগ্রহ।
হাইলাইটস
- রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন
- পিটিআইকে মমতা জানিয়েছেন এই সত্যাগ্রহ দেশের কথা ভাবে হচ্ছে
- দেশ সুরক্ষিত না হওয়া পর্যন্ত চলবে সত্যাগ্রহঃ তৃণমূল সুপ্রিমো
কলকাতা: তিনি আগেই বলেছিলেন এটা ধর্না নয়, সত্যাগ্রহ। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যতক্ষণ না দেশ সুরক্ষিত হচ্ছে ততক্ষণ এই সত্যাগ্রহ চলবে। পুলিশ এবং সি বি আই এর মধ্যে অভূতপূর্ব সংঘাতের পর রবিবার রাত থেকে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন এই সত্যাগ্রহ দেশের কথা ভাবে হচ্ছে। তাই যতক্ষণ না দেশ সুরক্ষিত হচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে। পাশাপাশি আজ পেশ হতে চলেছে রাজ্য বাজেট। সেখানে অংশ নেবেন না মমতা। তিনি থাকবেন ধর্না মঞ্চেই। তবে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। আর তার আগে এই মেট্রো চ্যানেলের পাশে পুলিশের আউটপোস্টেই হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক।
মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন মমতা, রাজীব কুমার চলে এলেন ধর্না মঞ্চে
এর আগে সিবিআইয়ের সঙ্গে সংঘাত প্রশ্নে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে জড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "প্রধানমন্ত্রী অজিত ডোভালকে বলেন কিছু তো করুন। আর তাই নিরাপত্তা উপদেষ্টা সিবিআইকে এ ধরনের কাজ করার নির্দেশ দেন"। মমতা বলেন বিজেপি চোরেদের পার্টি, তৃণমূল নয়। পরিস্থিতি খুব খারাপ। আজ বাংলায় যা হচ্ছে কাল তো অন্য রাজ্যে হতে পারে।তিনি আরও বলেন, "আমাদের ধর্না রাজনৈতিক কারণে নয়, মানুষের জন্য, মোদী পাগল হয়ে গিয়েছেন আমাদের ধর্না গণতন্ত্রকে রক্ষার কারণে। আমাদের সব অধিকার কেড়ে পরাধীন করে দেওয়া হচ্ছে"।