CBSE 12th Result 2019: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছেলে পেয়েছে ৯৬% নম্বর
দেশ জুড়ে নেতাদের পরীক্ষা চলছে এখন। ফলপ্রকাশ হবে আর দিন ২১ পরেই। এরই মাঝে নেতাদের অনেকেরই সন্তানের পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে আজ। CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে আজই। এইবার মোট ৮৩.৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবারের মতো এইবারও মেয়েদের ফলাফল দুর্দান্ত। ছেলেদের তুলনায় এবার মেয়েদের পাসের হার ৯% বেশি। ছাত্রীদের উত্তীর্ণের হার ৮৮.৭০%, ছত্রদের উত্তীর্ণের হার ৭৯.৪ %। এইবছর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পুত্র পুলকিত কেজরিওয়ালও (Pulkit Kejriwal) পরীক্ষায় বসেছিলেন। পুলকিত ৯৬.৪ শতাংশ নম্বর পেয়ে পাস করেছে। এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল টুইট করে সকলকে জানিয়েছেন।
Exclusive: দেশের সেরা হওয়া আশা ছিল না সিবিএসই যুগ্ম সেরা করিশমা আরোরার
সুনিতা কেজরিওয়াল টুইটে লিখেছেন- “ঈশ্বর ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ যে, আমার ছেলে ৯৬.৪ শতাংশ নম্বর নিয়ে CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।” ২০১৪ সালে অরবিন্দ কেজরিওয়ালের কন্যা হর্ষিতা কেজরিওয়াল দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৬% নম্বর পেয়ে পাস করেন। বর্তমানে আইআইটি দিল্লিতে পড়াশোনা করছেন তিনি।
অন্যদিকে মন্ত্রী স্মৃতি ইরানীর ছেলেও পাস করেছেন। মন্ত্রী জানিয়েছেন,তাঁর ছেলে জোহর সেরা চারটি বিষয়ে ৯১ শতাংশ নম্বর নিয়ে পাস করেছে এবং অর্থনীতিতে পেয়েছে ৯১%।
CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত! ৪৯৯ নম্বর পেয়ে দেশের সেরা দুই কন্যা, দ্বিতীয় তিনকন্যা
কেন্দ্রীয় সরকার পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে এবার সাফল্যের হার ৯৮.৫৪ শতাংশ এবং জওহর নবোদয় বিদ্যালয়গুলির সাফল্য অর্জনের হার ৯৬.৬২%। CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফলে এবার ত্রিবান্দ্রম থেকে সবথেকে ভালো ফলফল দেখা যাচ্ছে, সেখানে ৯৮.২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চেন্নাইয়ে পাসের হার ৯২.৯৩%, এবং দিল্লি অঞ্চলে পাসের হার ৯১.৮৭ শতাংশ।
CBSE-এর গত বছরের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ২৯ মে প্রকাশিত হয়েছিল। দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ হয় ২৬ মে।
VIDEO: CBSE দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ