CBSE 10th Result 2020: কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশিত হবে সিবিএসই-র রেজাল্ট
নিউ দিল্লি: CBSE Board 10th Result 2020: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র (CBSE) দশম শ্রেণির ফলাফল। রেজাল্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং cbse.nic.in -তে জানা যাবে পরীক্ষার্থীদের ফলাফল। পরীক্ষার্থীরা তাদের রোল নম্বরের সাহায্যে জানতে পারবে নিজেদের ফলাফল। ইতিমধ্যে ১৩ জুলাই প্রকাশিত হয়েছে দ্বাদশ শ্রেণির ফলাফল।পরীক্ষার্থীদের অভিভাবকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন আসবে ফলাফল সেটা জানার জন্য। প্রসঙ্গত, মানব উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক আগেই জানিয়েছিলেন, ১৫ জুলাই প্রকাশিত হবে দশম শ্রেণির ফলাফল।
CBSE Board Result 2020: মোবাইলে কীভাবে চেক করবেন আপনার রেজাল্ট
আপনার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে, তাহলেও চিন্তা করার দরজার নেই। স্মার্ট ফোন আর ইন্টারনেট এই দুটো থাকলেই খুব সহজেই জানা যাবে ২০২০-র সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল। তার জন্য আপনাকে নিচে দেওয়া ধাপ গুলি মেনে চলতে হবে।
-সিবিএসই-র ফলাফল জানার জন্য আপনাকে সবার আগে ফোনে সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in বা cbse.nic.in -তে লগ-ইন করতে হবে।
-এরপর দশম শ্রেণির রেজাল্ট পাওয়ার জন্য প্রদেয় লিংকে ক্লিক করতে হবে।
-রেজাল্টের লিংকে যাওয়ার পর পরীক্ষার্থীর রোল নম্বর ও সেন্টার কোড দিয়ে সাবমিট করতে হবে।
-এরপরই আপনি নিজের রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন।
-আপনি সেই স্ক্রিন শট নিয়ে নিজের ফোনে সেভ করতে পারবেন।