CBSE Maths Preparation Tips: অঙ্কে দারুণ মার্কস পাওয়ার টিপস
হাইলাইটস
- CBSE পরীক্ষা শুরু ফেব্রুয়ারির মাঝামাঝি
- হাতে বাকি আড়াই মাস
- অঙ্কে ৯০ পেতে কাজে লাগবে এই টিপস
নয়া দিল্লি: ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সিবিএসই-র দশম শ্রেণির (CBSE Class 10) পরীক্ষা। হাতে মাত্র আড়াই মাস। আদাজল খেয়ে উঠেপড়ে লেগেছে সমস্ত পড়ুয়া। তার মধ্যে বেশি টেনশন তাদের, যারা অন্য বিষয়ের থেকে অঙ্কে কাঁচা (CBSE Maths)। তাদের জন্য রইল ৯টি টিপস। যা আড়াই মাস মেনে চললেই ম্যাজিক দেখাবে মার্কশিট। নম্বর আসবে ৯০%---
CBSE Date Sheet: জানুয়ারিতে জানা যাবে সিবিএসই পরীক্ষার তারিখ, জানুন বিস্তারিত
90 % নম্বর আনবে এই ৯ টিপস
১. প্রথমে পরীক্ষার ধরণ এবং প্রশ্নপত্রের ফর্ম্যাট বুঝে রুটিন তৈরি করতে হবে।
২. প্রশ্নপত্র পড়ার জন্য হাতে ১৫ মিনিট রাখো।
৩. এনসিআরটি-র বইয়ে দেওয়া সমস্ত প্রশ্ন এবং পরীক্ষার সমাধান কর।
৪. একক প্রশ্নের উত্তর বিশদে দেবে না।
৫. গত বছরের প্রশ্নপত্রের সমাধান কর।
৬. সূত্র এবং উপপাদ্যকে আলাদা করে কষে দেখাও।.
৭. অঙ্ক পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা নয়।
৮. পড়ার মাঝে বিরতি নাও।
৯. টেনশন নয় খুশি মনে পরীক্ষা দাও।
আগামী শিক্ষাবর্ষেই রাজ্যের মাধ্যমিক পাঠক্রমে থাকছে সাপ নিয়ে বিশেষ অধ্যায়
(এই টিপস দিয়েছেন DPS নয়ডার অঙ্ক শিক্ষক অমিত দত্ত)